সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : ১৬ বছর ধরে চক্রান্ত-ষড়যন্ত্র করে বিএনপির অস্তিত্ব বিপন্ন করা যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
মঙ্গলবার (৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দেশের ক্রান্তিকালে এক ব্যক্তি দুইবার নেতৃত্ব দিয়েছেন, বিশ্বে এই ব্যাপারটি বিরল। সেই ব্যক্তি হলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি ৭১’র মুক্তিযুদ্ধেও নেতৃত্ব দিয়েছেন, শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। দেশপ্রেমের পরীক্ষায় তিনি ৯৯ নন, ১০০ নম্বর পাবেন।
‘কিন্তু আমরা দেখেছি, যে ব্যক্তি নেতৃত্ব না দিয়ে পালিয়ে গিয়েছিলেন, সে এসে জাতীয় সরকার গঠন না করে দলীয় সরকার গঠন করেছিলেন। সেই দলীয় সরকার গঠন করার পর ৭২ থেকে ৭৫ পর্যন্ত দেশের কি অবস্থা হয়েছিল, তা সবাই জানে। একদলীয় বাকশাল কায়েম করে দুঃশাসনের রাজত্ব কায়েম করেছিলেন। জনগন এক শ্বাসরুদ্ধকর অবস্থায় ছিল,’ বলেন খায়রুল কবির খোকন।
তিনি বলেন, জিয়াউর রহমানকে হত্যা করার পর সবাই বলেছিল বিএনপি নো পার্টি, তাদের কোনো অস্তিত্ব থাকবে না। অথচ তার মরদেহ যখন মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার জন্য নিয়ে আসা হয়, তখন লাখ লাখ মানুষ এসেছিল। কারণ তিনি চক্রান্ত করে ক্ষমতায় আসেননি। সিপাহি-জনতা তাকে ক্ষমতায় বসিয়েছিল।
বিএনপির এই নেতা বলেন, আজকে দেশের যে অর্থনৈতিক সক্ষমতা রয়েছে, তা চালু করেছিলেন জিয়াউর রহমান। তিনি জনশক্তি রপ্তানিকে শক্তিশালী জায়গায় নিয়ে গিয়েছিলেন। গার্মেন্টস শিল্পেরও জনক ছিলেন তিনি। অথচ ১৬ বছর ধরে জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বলা হয়েছে।
তিনি বলেন, গত ১৬ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের উপর অকথ্য জুলুম-নির্যাতন চালানো হয়েছে, তবুও বিএনপি হারিয়ে যায়নি। বিএনপিকে বলা হয় ফিনিক্স পাখি। কারণ চক্রান্ত ষড়যন্ত্র করে বিএনপির অস্তিত্ব বিপন্ন করা যায়নি, আমরা ঘুরে দাঁড়িয়েছি।
‘জুলাই পরবর্তী সময়ে আমাদের যে ঐক্য ছিল, তাতে বিভক্তি দেখা যাচ্ছে। আমি আশা করি এই বিভক্তি কেটে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে। কারণ দিনশেষে জনগণ একটি নির্বাচন চায়,’ বলেন খোকন।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারী, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী প্রমুখ।

																			





