ফাইল ছবি
অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আগামীকাল মঙ্গলবার ভোরে তিনি দেশে ফিরবেন বলে সোমবার (৩ নভেম্বর) দলটির মিডিয়া উইং থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।
সেখানে জানানো হয়, ‘মঙ্গলবার ভোরে জামায়াতের আমির যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরবেন।
ওমরাহ পালনের উদ্দেশে গত ১৯ অক্টোবর সৌদি আরবে যান শফিকুর রহমান। সেখান থেকে ২২ অক্টোবর যুক্তরাষ্ট্র যান। নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে অংশ নেন। পরবর্তীতে যুক্তরাজ্য যান। সফর শেষে দেশে ফিরছেন তিনি।
শফিকুর রহমান সম্প্রতি ২০২৬-২৮ মেয়াদের জন্য দলটির আমির পুনর্নির্বাচিত হয়েছেন।
গত শনিবার (১ নভেম্বর) রাতে এই ঘোষণা দেন দলটির অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এটিএম মাছুম।







