সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা এ ঘোষণা দিয়েছেন এবং নির্বাচন কমিশনও সেই লক্ষ্যে কাজ করছেন।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা যুবদল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহিদ হোসেন বলেন, তবে দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, যে ঐক্যের মাধ্যমে এ দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করা হয়েছিল, যে ঐক্যের কারণে বাংলাদেশের মানুষ আবারও আগামী দিনের স্বপ্ন দেখতে শুরু করেছে — সেই ঐক্যের ভেতরেই এখন কেউ কেউ ফাটল ধরানোর অপচেষ্টা করছে।
তিনি বলেন, আমরা বিনয়ের সঙ্গে বলতে চাই, এই বাংলাদেশ সবার। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, নিজ নিজ রাজনৈতিক রোডম্যাপ থাকতে পারে, কিন্তু আমাদের মনে রাখতে হবে, সবার আগে বাংলাদেশ।
তিনি আরও বলেন, গণতন্ত্র এবং বাংলাদেশের স্বার্থকে সব রাজনৈতিক এজেন্ডার ঊর্ধ্বে স্থান দিতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র, যে বাধাই সৃষ্টি করেন না কেন, গণতান্ত্রিক মানুষকে ষড়যন্ত্রের মাধ্যমে গণতন্ত্র থেকে দূরে রাখা যাবে না।
দিনাজপুর জেলা যুবদলের আহ্বায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদের সভাপতিত্বে ও জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজার সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু প্রমুখ।







