সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল সোমবার ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। একই সঙ্গে চলতি সপ্তাহের মধ্যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন শেষ করা হবে।
রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমনওয়েলথের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংকালে তনি এ কথা জানান।
ব্রিফিংকালে ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, গত ২০ অক্টোবরে মধ্যে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশের কথা থাকলেও এখনো কেন প্রকাশ করা হয়নি? এ প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, ভোটকেন্দ্রের ওটা চূড়ান্ত হয়েছে। কিছু সংশোধনের প্রস্তাব এসেছিল, সেটিও করা হয়েছে। কাল (সোমবার) সকালে ব্রিফ করে দেব।
নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কবে শেষ হবে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, দল নিবন্ধনের ব্যাপারে অগ্রগতি মাঠ পর্যায় থেকে কিছু বাড়তি তথ্য আসছে। এটা পর্যালোচনা চলছে। এই সপ্তাহের ভেতরে করে দেব। কারণ আমাদেরও তো একটা দায় আছে, আমাদের দিক থেকে তাগিদ আছে।
জাতীয় নাগরিক পার্টির প্রতীক বরাদ্দের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে আখতার আহমেদ সরাসরি কোনো জবাব দেননি। তিনি বলেন, প্রতীকের ব্যাপারটি আমরা পরে জানাব।
ইসি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, নির্বাচন কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ইসি সচিব বলেন, সবকিছু ১০০ শতাংশ করা সম্ভব নয়। পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু জায়গায় অ্যাডজাস্টমেন্ট, কিছু বিষয় আগেই কমপ্লিট করেছি। কিছু বিষয়ে অপেক্ষা করতে হয়েছে এবং কিছু কিছু বিষয়ে আরেকটু হয়তো অপেক্ষা করতে হবে।
তিনি বলেন, এখন সবকিছুই নিক্তিতে মেপে সময় অনুযায়ী, দিনক্ষণ-তারিখ-অনুযায়ী করা সম্ভব নয়। এই অ্যাডজাস্টমেন্ট আমাদের রাখতে হবে। এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো কোনো কারণ বা পরিস্থিতি আমার মনে হয় না হয়েছে।
গত শনিবার রাতে ইসি প্রাঙ্গণের ভেতরে নির্বাচন ভবনের দক্ষিণ পাশে ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ইসি মামলা দায়ের করবে কিনা? এ প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, পুলিশ তাকে আটক করেছে। এটা বাইরে ফেটেছে। ইসিকে যদি মামলা করতে হয়, করব।
এর আগে, ব্রিফিংয়ের শুরুতে কমনওয়েলথের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে ইসি সচিব বলেন, তারা নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। এ ছাড়া প্রবাসীদের ভোটার নিবন্ধন, প্রযুক্তির অপব্যবহার, নির্বাচনকালীন সময়ে নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে।

 
																			






 প্রতারণার জন্য কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে এই সরকার: মান্না
 প্রতারণার জন্য কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে এই সরকার: মান্না জামায়াতে ইসলামীর ভোটের বাজারে সস্তা বিজ্ঞাপন এবং নারীর কর্মজীবনকে সীমাবদ্ধ করার অপচেষ্টা!
 জামায়াতে ইসলামীর ভোটের বাজারে সস্তা বিজ্ঞাপন এবং নারীর কর্মজীবনকে সীমাবদ্ধ করার অপচেষ্টা! যারা গণভোট চায় না, তারা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে : মাসুদ
 যারা গণভোট চায় না, তারা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে : মাসুদ গণভোট ও পিআর ছাড়া নির্বাচন জনগণ মানবে না : আমির হামজা
 গণভোট ও পিআর ছাড়া নির্বাচন জনগণ মানবে না : আমির হামজা নাটকীয়তার পর অবশেষে এনসিপি পাচ্ছে শাপলা কলি প্রতীক, গেজেট প্রকাশ
 নাটকীয়তার পর অবশেষে এনসিপি পাচ্ছে শাপলা কলি প্রতীক, গেজেট প্রকাশ ‘ব্যক্তিগত আক্রমণ’ কীভাবে সামলান সারা
 ‘ব্যক্তিগত আক্রমণ’ কীভাবে সামলান সারা ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
 ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’ অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোট আয়োজনের আহ্বান খেলাফত মজলিসের
 অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোট আয়োজনের আহ্বান খেলাফত মজলিসের নতুন অধ্যাদেশে জাতীয় মানবাধিকার কমিশনের অনুমোদন
 নতুন অধ্যাদেশে জাতীয় মানবাধিকার কমিশনের অনুমোদন প্রয়োজন হলে আবারও প্রতীকের তালিকা সংশোধন করা হবে : ইসি সচিব
 প্রয়োজন হলে আবারও প্রতীকের তালিকা সংশোধন করা হবে : ইসি সচিব এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর
 এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা: আইন উপদেষ্টা
 দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা: আইন উপদেষ্টা