সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : নভেম্বরের মধ্যে গণভোট ও ৫ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা ও মহানগর জামায়াতে ইসলামী।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে নগরীর ডাকবাংলা মোড়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
এ সময় বক্তারা বলেন, ৫ দফার এ আন্দোলন জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। মিথ্যাচার বা ষড়যন্ত্র করে গণভোট, নির্বাচন বা জুলাই সনদের বাস্তবায়ন ঠেকানো যাবে না। দাবি মানা না হলে জনগণকে সঙ্গে নিয়ে সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
পরে ডাকবাংলা মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে এসে শেষ হয়। এতে জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।







