ফাইল ছবি
অনলাইন ডেস্ক : চকবাজারে নির্মাণাধীন দোতলা ভবনের পাইলিং এর কাজ করার সময় লোহার পাইপ শরীরে পড়ে মো. রুবেল (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়।
আজ সকাল ৯টার দিকে চকবাজার চার রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
মৃতের সহকর্মী নূর উদ্দিন বলেন, সকালে নির্মাণাধীন দোতলা ভবনের পাইলিং এর কাজ করার সময় লোহার পাইপ শ্রমিক রুবেলের শরীরের ওপর পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সকাল পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তিনি আরও জানান, মৃত রুবেলের গ্রামের বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলার তালপট্টি গ্রামে। বর্তমানে তিনি কৃষি ব্যাংক গলি নন্দীপাড়া, মাদারটেকে থাকতেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।