ফাইল ছবি
অনলাইন ডেস্ক : বরিশাল শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ৬২.৫৭ শতাংশ। পাসের হারে এবার দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বরিশাল বোর্ড।
২০২৪ সালে এই বোর্ডে পাসের হার ছিল ৮১.৮৫ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ১৯ দশমিক ২৮ শতাংশ। সেইসঙ্গে কমেছে জিপিএ-৫।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী এ ফলাফল ঘোষণা করেন।
বরিশাল শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৬১ হাজার ৪৮১ জন। এর মধ্যে পাস করেছে ৫৯ হাজার ২৩৯ জন। ছাত্রদের পাসের হার ৫২ দশমিক ৬০ এবং ছাত্রী পাসের হার ৭১ দশমিক ৪১ শতাংশ। বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ৩২ জন।