ছবি সংগৃহীত
শোবিজ ডেস্ক : শেষ কয়েক বছর রাজনীতি ও ব্যক্তি জীবন নিয়ে আলোচনায় ছিলেন মাহিয়া মাহি। ঢালিউডে হয়ে পড়েছিলেন অনিয়মিত। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ায় অনেকে ভেবে বসেন সিনেমা থেকে হয়তো সরে দাঁড়ালেন। ঠিক সেসময় বেজে উঠল তার প্রত্যাবর্তনের ঘণ্টা। মাহির ফেরার খবর জানিয়েছেন প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।
‘অন্তর্যামী’ নামের একটি সিনেমা দিয়ে ফিরছেন মাহি। জাজের ফেসবুকে এরইমধ্যে প্রকাশ করা হয়েছে সিনেমাটির পোস্টার। সেখানে লেখা আছে, ‘সে ফিরছে। সে তোমার মন পড়তে পারে।’
বলা হয়েছে, ‘‘অন্তর্যামী’ একটি লেডি অ্যাকশন সিনেমা । এতে কোনো নায়ক নেই । ‘অন্তর্যামী’কে অগ্নি-২ এর পরের গল্প বলতে পারেন । কিন্তু এই সিনেমা অগ্নি না, কারণ অগ্নি হবে প্রতিশোধের গল্প । আর ‘অন্তর্যামী’ হলো সারভাইভাল স্টোরি । তবে ‘অন্তর্যামী’ হবে অগ্নির চেয়েও ভয়ংকর ও বেশি অ্যাকশন।’’
শেষে বলা হয়েছে, ‘‘অন্তর্যামী’ সিনেমার গল্প মাহি এবং ৯ বছরের শিশু মাবশুকে ঘিরে, যে কি না একজন অন্তর্যামী।’’
জানা গেছে, ‘অন্তর্যামী’র পরিচালক সৈকত নাসির। এর শুটিং হবে বাংলাদেশ, থাইল্যান্ড ও আমেরিকার বিভিন্ন লোকেশনে। ২০২৬ সালে ‘অন্তর্যামী’ মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।