ফাইল ছবি
অনলাইন ডেস্ক : গাইবান্ধায় ১৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতারগাইবান্ধা সদরে ১৯ কেজি গাঁজাসহ বাবুল আহমেদ (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত বাবুল আহমেদ বগুড়া সদর উপজেলার কালসি মাটি দক্ষিণপাড়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক শাহ্ নেওয়াজ। এর আগে, বুধবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার খোলাহাটি ইউনিয়নের পূর্ব কোমরনই (বাধের মাথা) এলাকা থেকে তাকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। কুড়িগ্রাম থেকে আসা বগুড়াগামী একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। তখন মোটরসাইকেলটির পেছনের সিটে বাঁধা একটি বস্তা থেকে চারটি পলিথিন প্যাকেটে মোট ১৯ কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়। সেই সঙ্গে ওই মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
উপপরিচালক শাহ্ নেওয়াজ বলেন, জব্দকৃত ১৯ কেজি গাঁজার বাজারমূল্য প্রায় ৬ লাখ ৪৫ হাজার টাকা। গ্রেফতারকৃত বাবুল আহমেদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।