ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়িসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কুতুবপুর পাগলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মঙ্গলবার সকালে কোস্টগার্ড এর গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে কুতুবপুর পাগলা বাজার এলাকায় অভিযানে যায় কোস্টগার্ডের একটি টিম। ওই সময় সন্দেহজনক হলে একটি ট্রাক আটক করেন তারা। পরে ট্রাকটি তল্লাশি করে কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ৮৫ লাখ ৫৯ হাজার টাকার মূল্যের ৬২০ পিস শাড়ি জব্দ করা হয়।
কোস্টগার্ড এর এ কর্মকর্তা আরো জানান, জব্দ করা মালামাল বংশাল সার্কেল কাস্টমস এবং পাচার কাজে ব্যবহার হওয়া ট্রাক ও পাচারকারীদের ফতুল্লায় থানায় সোপর্দ করা হয়েছে। চোরাচালান বন্ধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।