ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে ক্যাম্পের বাইরে বসবাসরত ১৩ রোহিঙ্গা শরণার্থী ও তাদের দুই আশ্রয়দাতাকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা সবাই ক্যাম্পের বাসিন্দা।
সোমবার (৬ অক্টোবর) রাতে উপজেলা সদরের আব্দুল্লাহ ম্যানশনে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক আশ্রয়দাতারা হলেন, আব্দুল্লাহ (৫০) ও মো. ফৈয়াজ (৬৫)।
মঙ্গলবার (৭ মঙ্গলবার) দুপুরে র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক আ ম ফারুক জানান, ৬ অক্টোবর রাতে র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কায়ুকখালী পাড়া এলাকার আব্দুল্লাহ ম্যানশনে অভিযান চালিয়ে ১৩ রোহিঙ্গাকে আটক করে। একইসঙ্গে বাড়ির মালিক ও কেয়ারটেকারসহ দুই আশ্রয়দাতাকেও আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের এই কর্মকর্তা৷







