শাহরুখ-আরিয়ানের মধ্যে একটি বড় মিল ও অমিল রয়েছে: করণ জোহর

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  বলিউড নির্মাতা করণ জোহর ও কিং খানের বন্ধুত্ব চলচ্চিত্র জগতে এক গভীর সম্পর্কের উদাহরণ। করণ জোহর প্রায়শই শাহরুখ খানকে ‘ভাই’ বলে সম্বোধন করেন। তাদের এই ব্যক্তিগত ও পেশাদার বন্ধন বহু বছর ধরেই আলোচনার কেন্দ্রে।

 

সম্প্রতি এই সম্পর্কের নতুন মাত্রা পেয়েছে যখন করণ অভিনয় করেছেন শাহরুখ-পুত্র আরিয়ান খান পরিচালিত প্রথম প্রজেক্টে। আরিয়ানের পরিচালনায় প্রথম প্রজেক্ট ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’ -এ অভিনয় করেছেন করণ জোহর।

তিনি নিজের চরিত্রেই অভিনয় করেছেন। অর্থাৎ তাকে বলিউডের প্রযোজক-পরিচালক রূপেই দেখা গিয়েছে। সিরিজে কাজ করতে গিয়ে শাহরুখ ও আরিয়ানের একটি বড় মিল এবং একটি অমিল খুঁজে পেয়েছেন করণ।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ বলেন, “ওরা দু’জনেই (শাহরুখ ও আরিয়ান) পাগলের মতো এবং খুব নিষ্ঠার সঙ্গে একটি দৃশ্য নিয়ে পড়ে থাকতে পারেন। যতক্ষণ না মনের মতো দৃশ্যটি হচ্ছে, ততক্ষণ ওরা হাল ছাড়েন না।”

 

আর বাবা-পুত্রের মধ্যে অমিলটি কী? প্রশ্নের উত্তরে করণ জানান, সত্যিই বাবা ও ছেলের মধ্যে মাত্র একটি অমিল— শাহরুখ ক্যামেরার সামনে কাজ করেন। আরিয়ান তা করেন না।

 

শাহরুখের সঙ্গে দীর্ঘ দিনের বন্ধুত্বের বিষয়টি নিয়ে করণ বলেন, “শাহরুখ খান আমার বন্ধু, আমার শিক্ষক, ভাই এবং সব কিছু। একমাত্র ও-ই আমার সঙ্গে কখনও টাকাপয়সা নিয়ে আলোচনা করেনি।”

 

তিনি বলেন, কোনও ছবির চুক্তিতে সই করার আগে শাহরুখ কখনওই টাকাপয়সা নিয়ে আলোচনা করেন না।

 

করণ জোহর জানান, চিত্রনাট্য তৈরি হলে সোজা শাহরুখকে পাঠিয়ে দেন তিনি। সেই সঙ্গে শুটিং-এর তারিখ জানিয়ে দেন। শাহরুখ যা পারিশ্রমিক চাইবে, সেটাই অন্তিম— এও জানিয়ে দেন। তার পরে আর কোনও আর্থিক আলোচনা হয় না। সোজা চুক্তিপত্রের সই করে দেন বলি তারকা। করণের কথায়, “শাহরুখ আমার পরিবার। ও ছাড়া বাকি সব অভিনেতাই খুব পেশাদার ব্যবহার করেছেন।”

 

উল্লেখ্য, ‘দ্য ব্যাড্স অফ বলিউড’-এ করণ ছাড়াও অভিনয় করেছেন ববি দেওল, মোনা সিংহ, লক্ষ্য, রাঘব জুয়াল, অন্যা সিংহ, মনোজ পাহওয়া, সাহের বম্বা। সূত্র: আনন্দবাজার

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» চলমান পদ্ধতিতে নির্বাচন করতে হবে: ডা. জাহিদ

» আর কোনও স্বৈরাচারকে দেখতে চায় না দেশের মানুষ : আমান উল্লাহ

» জুলাই বিপ্লবের চেতনাকে বাইপাস করলে রাজপথে যুদ্ধ হবে: মামুনুল হক

» জাতীয় প্রেসক্লাবের প্রয়াত ২০ সদস্যকে স্মরণ

» প্রযুক্তির যুগে গুরুত্বপূর্ণ সঠিক তথ্যের আদানপ্রদান : উপদেষ্টা রিজওয়ানা

» জাতীয়ভাবে টাইফয়েড টিকাদান নিয়ে জরুরি ৫ প্রশ্নের উত্তর

» দেশের প্রতিটি মানুষ গাজার পাশে দাঁড়াতে আকুল: শায়খ আহমাদুল্লাহ

» দীর্ঘদিন পরে এবার সত্যিকারের নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রেস সচিব

» সব উপদেষ্টাই তো বিদেশি নাগরিক: রুমিন ফারহানা

» বিএনপিকে চুপিসারে ক্ষমতায় আনতে চায় সরকার: রেজাউল করীম

উপদেষ্টা -মাকসুদা লিসা,

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শাহরুখ-আরিয়ানের মধ্যে একটি বড় মিল ও অমিল রয়েছে: করণ জোহর

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  বলিউড নির্মাতা করণ জোহর ও কিং খানের বন্ধুত্ব চলচ্চিত্র জগতে এক গভীর সম্পর্কের উদাহরণ। করণ জোহর প্রায়শই শাহরুখ খানকে ‘ভাই’ বলে সম্বোধন করেন। তাদের এই ব্যক্তিগত ও পেশাদার বন্ধন বহু বছর ধরেই আলোচনার কেন্দ্রে।

 

সম্প্রতি এই সম্পর্কের নতুন মাত্রা পেয়েছে যখন করণ অভিনয় করেছেন শাহরুখ-পুত্র আরিয়ান খান পরিচালিত প্রথম প্রজেক্টে। আরিয়ানের পরিচালনায় প্রথম প্রজেক্ট ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’ -এ অভিনয় করেছেন করণ জোহর।

তিনি নিজের চরিত্রেই অভিনয় করেছেন। অর্থাৎ তাকে বলিউডের প্রযোজক-পরিচালক রূপেই দেখা গিয়েছে। সিরিজে কাজ করতে গিয়ে শাহরুখ ও আরিয়ানের একটি বড় মিল এবং একটি অমিল খুঁজে পেয়েছেন করণ।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ বলেন, “ওরা দু’জনেই (শাহরুখ ও আরিয়ান) পাগলের মতো এবং খুব নিষ্ঠার সঙ্গে একটি দৃশ্য নিয়ে পড়ে থাকতে পারেন। যতক্ষণ না মনের মতো দৃশ্যটি হচ্ছে, ততক্ষণ ওরা হাল ছাড়েন না।”

 

আর বাবা-পুত্রের মধ্যে অমিলটি কী? প্রশ্নের উত্তরে করণ জানান, সত্যিই বাবা ও ছেলের মধ্যে মাত্র একটি অমিল— শাহরুখ ক্যামেরার সামনে কাজ করেন। আরিয়ান তা করেন না।

 

শাহরুখের সঙ্গে দীর্ঘ দিনের বন্ধুত্বের বিষয়টি নিয়ে করণ বলেন, “শাহরুখ খান আমার বন্ধু, আমার শিক্ষক, ভাই এবং সব কিছু। একমাত্র ও-ই আমার সঙ্গে কখনও টাকাপয়সা নিয়ে আলোচনা করেনি।”

 

তিনি বলেন, কোনও ছবির চুক্তিতে সই করার আগে শাহরুখ কখনওই টাকাপয়সা নিয়ে আলোচনা করেন না।

 

করণ জোহর জানান, চিত্রনাট্য তৈরি হলে সোজা শাহরুখকে পাঠিয়ে দেন তিনি। সেই সঙ্গে শুটিং-এর তারিখ জানিয়ে দেন। শাহরুখ যা পারিশ্রমিক চাইবে, সেটাই অন্তিম— এও জানিয়ে দেন। তার পরে আর কোনও আর্থিক আলোচনা হয় না। সোজা চুক্তিপত্রের সই করে দেন বলি তারকা। করণের কথায়, “শাহরুখ আমার পরিবার। ও ছাড়া বাকি সব অভিনেতাই খুব পেশাদার ব্যবহার করেছেন।”

 

উল্লেখ্য, ‘দ্য ব্যাড্স অফ বলিউড’-এ করণ ছাড়াও অভিনয় করেছেন ববি দেওল, মোনা সিংহ, লক্ষ্য, রাঘব জুয়াল, অন্যা সিংহ, মনোজ পাহওয়া, সাহের বম্বা। সূত্র: আনন্দবাজার

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



উপদেষ্টা -মাকসুদা লিসা,

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com