আবু মুসা মোহন:-লক্ষ্মীপুর থেকে মজু চৌধুরীর হাট পর্যন্ত সড়কটি জেলার একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। পুরো সড়কটি বেশিরভাগ জায়গায় সচল থাকলেও বস্তা ব্রিজের গোড়ার অংশে সড়কটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, ব্রিজের নিচের অংশে পিচ উঠে গিয়ে বড় গর্ত তৈরি হয়েছে। এতে মোটরসাইকেল, অটোরিকশা ও অন্যান্য যানবাহন চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন চালক ও যাত্রীরা। বৃষ্টি হলে সেই গর্তে পানি জমে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।
এলাকার বাসিন্দারা দ্রুত ওই অংশে সংস্কারের দাবি জানিয়েছেন। স্থানীয়দের মতে, “পুরো রাস্তা ভালো, শুধু ব্রিজের গোড়ার জায়গাটুকু ঠিক করে দিলে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।”
জনগণের ভোগান্তি লাঘবে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।