ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : খাগড়াছড়ি সদর পৌরসভা ও গুইমারায় জারি করা ১৪৪ ধারা রবিবার সকাল ৬টা থেকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার বিকেলে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার এ আদেশ জারি করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মারুফ হাসান।
তিনি জানান, খাগড়াছড়ি সদর পৌরসভায় আগামীকাল রবিবার সকাল ছয়টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। একইভাবে গুইমারাতেও ১৪৪ ধারা আগামীকাল রবিবার সকাল ৬টা থেকে প্রত্যাহার করা হয়।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর বিকেল দুইটা থেকে জেলা প্রশাসন খাগড়াছড়ি সদর পৌরসভা ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা জারি করেছিল।