প্লান্টার ফাসাইটিস কী

ছবি সংগৃহীত

 

ডা. শেখ মো. শেখ সাদী :প্লাটার ফাসিয়া হল পায়ের পাতার নিচে অবস্থিত এক ধরণের মোটা ব্যান্ড বা পর্দা যার মাধ্যমে গোড়ালির হাড় পায়ের পাতার অন্যান্য অংশের সাথে সংযুক্ত থাকে। সেই ব্যান্ডটি ক্ষতিগ্রস্থ হলে বা প্রদাহ হলে তাকে বলে প্লান্টার ফাসাইটিস।

লক্ষণ ও উপসর্গ :

পায়ের গোড়ালীতে ব্যাথা, সকালে ঘুম থেকে উঠে মেঝেতে পা ফেলতে পারছেন না ব্যাথায়। পায়ের পাতার উপর ভর করে দাঁড়ালে মনে হয় যেন কাটা বিধে। পায়ের নিচের দিকে গোড়ালিতে মূলত ব্যাথা বেশি হয়। কিছু কদম কষ্ট করে হাঁটার পর ব্যথাটা কমে আসে। হাঁটাচলা, দৌড়ানো বা সিড়ি দিয়ে উঠার সময় ব্যাথাটা বেড়ে যেতে পারে।

কেন হয় 

১. অধিকাংশ ক্ষেত্রে এ ধরণের ব্যাথার কোন কারণ থাকে না।
২. তবে হাঁটতে গিয়ে, দৌড়াতে গিয়ে বা খেলাধুলার সময় হঠাৎ ব্যাথা লেগে এমনটা হতে পারে।
৩. উচ্চতার তুলনার ওজন বেশি হলে
৪. দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে
৫. দীর্ঘক্ষণ উঁচু হিল দেয়া জুতো পরে থাকলে
৬. অতিরিক্ত দৌড়ানোর ফলে হয়
৭. গোড়ালির হাড় বেড়ে গিয়ে হয় (ক্যালকেনিয়াল স্পার)

এছাড়া আর্থ্রাইটিস এবং ডায়াবেটিস এ রোগের ঝুঁকি বাড়ায়।

রোগ নির্ণয় :

উপসর্গের মাধ্যমে চিকিৎসক সাধারণত এটি নির্ণয় করেন। তবে কারণ অনুসন্ধানে এক্সরে সহ কিছু পরীক্ষা করা হয়।

চিকিৎসা :

১. ব্যথা কমানোর জন ব্যাথা নাশক ঔষধ।
২. গোড়ালির উপর চাপ কমাতে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে।
৩. খালি পায়ে হাটা পরিহার করতে হবে।
৪. উচু হিল এবং শক্ত সোল এর জুতা ব্যবহার পরিহার করতে হবে।
৫. নরম সোল এর জুতা ব্যবহার করতে হবে।
৬. ওজন কমাতে হবে।
৭. পায়ের পাতায় গরম শেক বা অনেক ক্ষেত্রে গোড়ালির নিচে দিনে দুই-তিন বার আইসপ্যাক ব্যবহার করতে পারেন।
৮. ডিপ ফ্রিজে রাখা পানির বোতল পায়ের নিচে বরাবর রোল করতে পারেন।
৯. বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে ।

লেখক : অর্থোপেডিক,  ট্রমা, আর্থ্রোস্কপি ও স্পাইন সার্জন, আলোক হেলথকেয়ার লি. মিরপুর, ঢাকা।  সূএ: বাংলাদেশ  প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধের পরামর্শ প্রধান উপদেষ্টার

» ছাত্ররাজনী‌তিকে কলুষিত করেছে ছাত্রলীগ: শিবির সভাপতি

» বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৪৯ জন গ্রেপ্তার

» পাচারের উদ্দেশে জিম্মি করে রাখা নারী-শিশুসহ ৮ জন উদ্ধার,আটক ৫

» কিবরিয়া হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়: যুবদল সভাপতি

» অমুসলিম সালাম দিলে জবাব দেয়ার নিয়ম কী

» দেশি মুরগির মাংস রান্নার রেসিপি

» প্রকাশ্যে ‘সোলজার’-এর ফার্স্ট লুক পোস্টার, তানজিন তিশার চমক

» কাস্টিং কাউচের বিষয়ে মুখ খুললেন পায়েল

» ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে ২ ঘণ্টা অবরোধ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

প্লান্টার ফাসাইটিস কী

ছবি সংগৃহীত

 

ডা. শেখ মো. শেখ সাদী :প্লাটার ফাসিয়া হল পায়ের পাতার নিচে অবস্থিত এক ধরণের মোটা ব্যান্ড বা পর্দা যার মাধ্যমে গোড়ালির হাড় পায়ের পাতার অন্যান্য অংশের সাথে সংযুক্ত থাকে। সেই ব্যান্ডটি ক্ষতিগ্রস্থ হলে বা প্রদাহ হলে তাকে বলে প্লান্টার ফাসাইটিস।

লক্ষণ ও উপসর্গ :

পায়ের গোড়ালীতে ব্যাথা, সকালে ঘুম থেকে উঠে মেঝেতে পা ফেলতে পারছেন না ব্যাথায়। পায়ের পাতার উপর ভর করে দাঁড়ালে মনে হয় যেন কাটা বিধে। পায়ের নিচের দিকে গোড়ালিতে মূলত ব্যাথা বেশি হয়। কিছু কদম কষ্ট করে হাঁটার পর ব্যথাটা কমে আসে। হাঁটাচলা, দৌড়ানো বা সিড়ি দিয়ে উঠার সময় ব্যাথাটা বেড়ে যেতে পারে।

কেন হয় 

১. অধিকাংশ ক্ষেত্রে এ ধরণের ব্যাথার কোন কারণ থাকে না।
২. তবে হাঁটতে গিয়ে, দৌড়াতে গিয়ে বা খেলাধুলার সময় হঠাৎ ব্যাথা লেগে এমনটা হতে পারে।
৩. উচ্চতার তুলনার ওজন বেশি হলে
৪. দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে
৫. দীর্ঘক্ষণ উঁচু হিল দেয়া জুতো পরে থাকলে
৬. অতিরিক্ত দৌড়ানোর ফলে হয়
৭. গোড়ালির হাড় বেড়ে গিয়ে হয় (ক্যালকেনিয়াল স্পার)

এছাড়া আর্থ্রাইটিস এবং ডায়াবেটিস এ রোগের ঝুঁকি বাড়ায়।

রোগ নির্ণয় :

উপসর্গের মাধ্যমে চিকিৎসক সাধারণত এটি নির্ণয় করেন। তবে কারণ অনুসন্ধানে এক্সরে সহ কিছু পরীক্ষা করা হয়।

চিকিৎসা :

১. ব্যথা কমানোর জন ব্যাথা নাশক ঔষধ।
২. গোড়ালির উপর চাপ কমাতে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে।
৩. খালি পায়ে হাটা পরিহার করতে হবে।
৪. উচু হিল এবং শক্ত সোল এর জুতা ব্যবহার পরিহার করতে হবে।
৫. নরম সোল এর জুতা ব্যবহার করতে হবে।
৬. ওজন কমাতে হবে।
৭. পায়ের পাতায় গরম শেক বা অনেক ক্ষেত্রে গোড়ালির নিচে দিনে দুই-তিন বার আইসপ্যাক ব্যবহার করতে পারেন।
৮. ডিপ ফ্রিজে রাখা পানির বোতল পায়ের নিচে বরাবর রোল করতে পারেন।
৯. বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে ।

লেখক : অর্থোপেডিক,  ট্রমা, আর্থ্রোস্কপি ও স্পাইন সার্জন, আলোক হেলথকেয়ার লি. মিরপুর, ঢাকা।  সূএ: বাংলাদেশ  প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com