কানিজ ফারজানা লাইজু :
দুদন্ড শান্তি পাই যদি নিজের সাথে করে মিত্রতা
বিহ্বলতা কাটে না বাইরের ঘোর ভর করে
মন উজান পানে টানে
পাহাড়ে উঠার কালে নিজের ভারে নুয়ে পড়ি
পাখী হয়ে আকাশে উড়ন্ত আমি
একাকী লাগে যদি সেই ভয়ে মেঘেদের ছুয়ে থাকি
ভুলে ভরা ভুবনে আর কি হবে শেখা সঠিক করে নেয়া প্রতিটি পদক্ষেপে
আক্ষেপে ভরে উঠা মন ভোলে জীবন মদিরা বুঁদ হয়ে পিয়ে
শোক করব না ভেবে ক্রন্দন করি ঠিকই
কি হবে শেষে একদিন যাবো ভেসে
প্রণয়ের বেলা যায় গড়িয়ে ক্রমশঃ স্থবিরতা পেয়ে বসে
জীবন যন্ত্রণা ভোগ করা মানব উঠে হেসে কি এক সুখে শুধু একটু মানুষী শুশ্রুষা পাওয়ার আশে ভালোবেসে!
একটু মোহন ছোঁয়া মধুর পাওয়া
অধরা থাকে ঘুমন্ত রাজকন্যার ঠোঁটে,জমে থাকে স্বেদ, অপেক্ষা করে মৃত্যুর দ্বার ঘেঁষে!
Facebook Comments Box