ছবিঃ অন্তর্জাল, প্রতীকী (Art: Painting by Clive Smith)
মোহাম্মদ আসাদুল্লাহ
মূলঃ এলডোয়াস হাক্সলে, বই- আইল্যান্ড (Aldous Huxley, Book: Island)
“একজন মানুষের মোট দুঃখের কমবেশি এক তৃতীয়াংশ দুঃখই আমি মনে করি অনিবার্য ধরনের, যা তাদের সহ্য করে নিতে হয়।
এই দুঃখগুলো অন্তর্গতভাবে মানুষের মধ্যে থাকে, যা তাদেরকে বাধ্য করে অনুভূতিসম্পন্ন ও আত্মসচেতন প্রাণী হিসেবে আচরণ করতে, যারা স্বাধীনতা পছন্দ করে, কিন্তু প্রকৃতির নিয়মের অধীনে নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে অভ্যস্ত। শুধু তাই নয়, তারা অপ্রত্যাবর্তনীয়ভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্যে ভালোমন্দের বিষয়ে পৃথিবীর নৈর্ব্যক্তিকতা এবং জরা ও নিশ্চিত মৃত্যুকেও মেনে নেয়।
বাকী দুই তৃতীয়াংশ দুঃখই হলো মানুষের নিজেদের সৃষ্ট এবং বিশ্বজগতের সাপেক্ষে অপ্রয়োজনীয়।”
সূএ:ডেইলি-বাংলাদেশ ডটকম