ছবিঃ অন্তর্জাল প্রতীকী (শিল্পী-Emily Fiegenschuh)
মোহাম্মদ আসাদুল্লাহ
মূলঃ Aubrey Marcus
‘তোমাকে গঠন করা হয়েছে ৮৪টি খনিজ পদার্থ, ২৩টি মৌলিক পদার্থ, এবং ৮ গ্যালন পানি দিয়ে, যেগুলো ৩৮ ট্রিলিয়ন কোষে ছড়িয়ে আছে। তোমাকে তৈরি করা হয়েছে পৃথিবীর খুচরা অংশগুলো হতে, যা তুমি খাবার হিসেবে গ্রহণ করেছিলে, ডিএনএ’র ডাবল হেলিক্সে লুকায়িত নির্দেশাবলী অনুসারে। এগুলো এতটাই ক্ষুদ্র যে শুক্রাণু তাকে বহন করতে সক্ষম।
তুমি হলে পুনর্ব্যবহৃত (recycled) প্রজাপতি, গাছ, শিলা, ঝর্ণা, জ্বালানিকাঠ, ভল্লুকের পশম ও হাঙরের দাঁত, যেগুলোকে তাদের সবচেয়ে ক্ষুদ্র অংশে ভেঙে আমাদের পুনঃনির্মাণ করা হয়েছে এই গ্রহের সবচেয়ে জটিল জীবন্ত বস্তু হিসেবে।
তুমি পৃথিবীর অধিবাসী নও। তুমিই পৃথিবী।
সূএ:ডেইলি-বাংলাদেশ