ছবি সংগৃহীত
রোজ ব্যবহারের ফলে নোংরা তেলচিটে হয়ে যায় গ্যাস বার্নার। অনেকের কাছেই রোজ গ্যাস বার্নার পরিষ্কার করা ঝামেলার কাজ। তবে সঠিক উপায় জানলে সহজেই পরিষ্কার হয়ে যায় গ্যাস বার্নার।
এই টিপস মেনে গ্যাস বার্নার, স্টোভ সব পরিষ্কার করে ফেলতে পারবেন আপনি।
প্রথমেই গ্যাস বন্ধ করে নিন। এরপর বার্নারের ছিদ্রে জমা ময়লা অপসারণের চেষ্টা করুন। ব্রাশ দিয়ে ঘষে নিতে পারেন। অথবা কাঠি দিয়েও ভেতরে জমে থাকা ময়লা পরিষ্কার করে নিন। এরপর একটি গামলায় সোডা পানি করে নিন। বাড়িতে থাকা ফ্রুট সল্টও ব্যবহার করতে পারেন।
এ বার এই মিশ্রণে বার্নার কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। তারপর শক্ত ব্রাশের সাহায্যে বার্নারগুলো ঘষে নিন। খেয়াল রাখবেন অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন বার্নারগুলো। তারপর মাইক্রো ফাইবার কাপড় দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিতে হবে।
এছাড়া লেবুর খোসা ও লবণ দিয়েও পরিষ্কার করতে পারেন গ্যাস বার্নার। এক টুকরো লেবু লবণে ডুবিয়ে তা দিয়ে বার্নারগুলো ঘষে নিন। দেখবেন নতুনের মতো ঝকঝক করছে।
পাশাপাশি বাজার লিকুইড ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করলেও কাজ হবে। এর জন্য একটি স্ক্রাবাবে তরল ডিটারজেন্ট নিয়ে বার্নারগুলো ঘষে নিলেই হবে।
সূএ: ঢাকা পোস্ট ডটকম