ছবি সংগৃহীত
বেড়াতে গেলে হোটেল রুমে থাকা হয় কম। বিভিন্ন স্পট ঘুরে, হরেকরকম খাবার খেয়ে বিশ্রাম নিতে হোটেলে ফেরেন সবাই। তবে মাঝেমধ্যে অতিরিক্ত ঘোরাঘুরি কিংবা আবহাওয়ার কারণে বাইরে বের হওয়া সম্ভব হয় না। তখন হোটেল রুমে খাবার আনিয়ে খাওয়ার বিকল্প থাকে না।
তবে বেড়াতে গিয়ে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। এর মধ্যে অন্যতম হলো হোটেল রুমে খাবার অর্ডার করা। কিছু খাবার আছে যা হোটেলের ঘরে অর্ডার করা ঠিক নয়। চলুন জেনে নিই সেগুলো সম্পর্কে-
স্ক্র্যাম্বেলড এগ
সকালের নাশতায় স্ক্র্যাম্বেলড এগ অনেকেরই প্রিয় খাবার। কিন্তু হোটেল রুমে এই খাবার অর্ডার না করাই ভালো। কারণ আপনার ঘর পর্যন্ত পৌঁছতে পৌঁছতে দেখবেন স্ক্র্যাম্বেলড এগ ঠান্ডা হয়ে গেছে। একইসঙ্গে আঠা আঠা হয়ে গিয়েছে। তাই কোনো স্বাদই পাবেন না।
ভাজাভুজি
চিকেন পকোড়া কিংবা ফিশ কবিরাজির মতো মুখরোচক খাবার রেস্টুরেন্টে বসে খাওয়াই বুদ্ধিমানের কাজ। এগুলো হোটেলে আনাবেন না। ভাজাভুজি একটু মুচমুচে না হলে খেয়ে মজা পাওয়া যায় না। আর হোটেল রুমে আনতে আনতে বেশিরভাগ সময়ই এসব খাবার নেতিয়ে পড়ে।
চিজ কেক
হোটেলের ঘরে বসে চিজ কেক খাওয়ার কথা ভাবার আগে জেনে নিন, সেই হোটেলের হেঁশেলে বেকিংয়ের ঠিকঠাক ব্যবস্থা আছে কি না। নয়ত হোটেলে রুমে চিজ কেক না আনানোই ভালো। কারণ, বেকিংয়ের ব্যবস্থা ভালো না হলে চিজ কেক ঘরে পৌঁছনোর আগেই অর্ধেকটা নেতিয়ে গলে যেতে পারে।
সূএ:ঢাকা মেইল ডটকম