প্রতীকী ছবি।
রহমান মৃধা :
সেদিন তোমায় আমি পথে দেখেছি
শরমে তখন কিছু বলিনি
লজ্জা পাবে তুমি এই ভেবে
তোমার হাতখানি ধরিনি।
হঠাৎ দেখি তুমি সেই ক্ষণে
মিষ্টি হাসি দিয়ে চলে গেলে
দুষ্টুমি আজও দেখি কমেনি।
লিখতে বসেছি চিঠি সেই আমি
কিভাবে বোঝাব আর নেই আমি
প্রতিদিন তুমি মোরে দেখেছো
মুগ্ধ হয়ে চেয়ে থেকেছ।
বলতে চেয়েছে কি জানিনে
ভেবেছি প্রশ্ন করিব!
দেখা হলে জড়িয়ে ধরিব।
ছোটবেলার সেই স্বপ্নগুলো
স্মৃতির জানালা দিয়ে চলে গেল।
মনে পড়ে গেল সেই দিনগুলো
তোমাকে ঘিরে ভালোবাসা হয়েছিল।
সে ভালোবাসার শেষ ঘটেনি
কুঁড়ি আর ফুল হয়ে ফোটেনি।
বাল্টিক সাগরের পাড়ে বসে
বলছি গল্পটি বউকে।
শুনতে নাকি তার লাগছে ভালো
ছোট্টবেলার প্রেম নাকি এমনই ছিল।
লেখক: রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন।
[email protected] সূএ : ঢাকা মেইল ডটকম