ছবিঃ অন্তর্জাল, প্রতীকী (শিল্পী- Iman Maleki, Iranian painter)
মোহাম্মদ আসাদুল্লাহ:
মূলঃ জুলিয়ান বারনেস, বই- এ লাইফ উইথ বুকস (Julian Barnes, A Life with Books)
‘তুমি যখন একটা মহৎ বই পড়ো, তখন তুমি জীবন থেকে পালিয়ে যাও না, বরং সেটার গভীরে সেঁধিয়ে যাও। তোমার হয়তো বাহ্যিক পলায়ন ঘটতে পারে অন্যদেশ, অন্য রীতিনীতি ও অন্য ভাষা বা বাচনভঙ্গিতে- কিন্তু এগুলোর মধ্যদিয়ে আসলে তুমি জীবনের সুক্ষ্মতা, আত্মবিরোধিতা, আনন্দ, বেদনা ও সত্যকে অনুভব করতে শেখো। পড়া ও জীবন আলাদা নয়, বরং একসূত্রে গ্রথিত।’
সূএ: ডেইলি-বাংলাদেশ ডটকম