ছবিঃ অন্তর্জাল, প্রতীকী
মোহাম্মদ আসাদুল্লাহ
মূলঃ জর্জ লুই বোর্হেস, ব্লাইন্ডনেস (Jorge Luis Borges, Blindness)
“অন্ধ লোকটা, অন্তত এই অন্ধ লোকটা যে রঙগুলো দেখতে পায় তার একটা হলো কালো ও অন্যটা লাল। আমাদের কাছে লাল ও কালো এই দুই রঙেরই প্রবেশাধিকার নেই।
সুতরাং আমি অভ্যস্ত ছিলাম পূর্ণ অন্ধকারে ঘুমাতে, দীর্ঘকাল ধরে আমি বাধ্য হয়েছিলাম কুয়াশাচ্ছন্ন জগতে বাস করতে, সবুজাভ অথবা নীলাভ কুয়াশার মধ্যে, যা ছিল অস্পষ্টভাবে উজ্জ্বল, এবং যেটাই হলো অন্ধদের পৃথিবী।
আমি চাইতাম সেই অন্ধকারের ভেতরে শুয়ে থাকতে। কারণ, অন্ধদের পৃথিবী কখনোই রাত নয়, যা মানুষেরা কল্পনা করে থাকে।”
সূএ:ডেইলি-বাংলাদেশ