ছবিঃ অন্তর্জাল, প্রতীকী
অনুবাদ: মোহাম্মদ আসাদুল্লাহ
মূলঃ Paul Auster, In the Country of Last Things
‘তুমি যখন শহরে বাস করো, তখন তুমি বিশ্বাস করতে শেখো যে কিছুই অবধারিত নয়। মুহূর্তের জন্য তোমার চোখ বন্ধ করো, তোমার দৃষ্টিকে অন্যদিকে ফেরাও, দেখতে পাবে যা তোমার সামনে ছিল তা হঠাৎ করে চলে গেছে।
কোনোকিছুই স্থায়ী হয় না, এমনকি তোমার ভেতরের চিন্তাগুলোও নয়। সুতরাং সেগুলোকে খুঁজতে গিয়ে অযথা সময় নষ্ট করো না। যখন কেউ বা কোনোকিছু চলে যায়, সেখানেই তার শেষ।’ সূএ:ডেইলি-বাংলাদেশ