নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পক্ষে গণমিছিল ও নির্বাচনী প্রচারণা করেছে ওয়ালিয়া ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ওয়ালিয়া বাজারে এই গণমিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়। গণমিছিল ও পথসভায় ওয়ালিয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
পথসভায় বক্তব্য রাখেন-
ওয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন , সহ-সভাপতি জিন্নাত আলী ফারাম, ওয়ালিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম আরশ, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, যুবদল নেতা ফয়সাল আমিন প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কেন্দ্র থেকে যোগ্য মনে করে সাবেক সফল মন্ত্রী ফজলুর রহমানের কন্যা ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নাটোর-৪ (লালপুর – বাগাতিপাড়া) আসনের মনোনয়ন দিয়েছেন। ভেদাভেদ ভুলে পুতুলের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান তারা।







