সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শাখা ছাত্রদল এবং শাখা ছাত্র অধিকার পরিষদ ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ নামে সমন্বিত প্যানেল ঘোষণা করেছে।
প্যানেলে ভিপি (সহ-সভাপতি) হিসেবে ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব, জিএস (সাধারণ সম্পাদক) পদে ছাত্রদলের যুগ্ম-আহবায়ক খাদিজাতুল কুবরা এবং এজিএস (সহ সাধারণ সম্পাদক) পদে থাকছেন আহবায়ক সদস্য তানজিল আহমেদ। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
ছাত্রদল-ছাত্র অধিকার সমন্বিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান ‘ প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক হিসেবে আছেন অনিক কুমার দাস, শিক্ষা ও গবেষণা সম্পাদকে নুসরাত চৌধুরী জাপরিন , বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদকে মোহাম্মদ মাশফিকুল ইসলাম রাইন , স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদকে আল শাহরিয়ার শাওন , আইন ও মানবাধিকার সম্পাদকে অর্ঘ্য দাস শ্রেষ্ঠ , আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকে অপু মুন্সী , সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদকে তাকরিম আহম্মেদ, ক্রীড়া সম্পাদকে মো, কামরুল হাসান নাফিজ, পরিবহন সম্পাদকে মাহিদ হাসান , সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদকে মো. আনন বিন রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদকে রিয়াসাল রাকিব স্থান পেয়েছেন। নির্বাহী সদস্য হিসেবে আছেন ইমরান হাসান ইমন, সাদমান সাম্য,সুলতান মাহমুদ শুভ, মনিরুজ্জামান মনির, তৌহিদুল ইসলাম, তানিম, আরিফুল ইসলাম আরিফ। একটি সদস্য পরবর্তী জানানো হবে।
ভিপি পদে একেএম রাকিব বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এছাড়া জিএস পদে খাদিজাতুল কোবরা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আর এজিএস পদের তানজিল আহমেদ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। চূড়ান্তভাবে এ প্যানেল আজ প্রকাশ হবে।
এদিকে গত দুই দিনে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে নির্বাচনের জন্য পৃথকভাবে ৩১ জন শিক্ষার্থী মনোনয়নপত্র নিয়েছেন। হল সংসদে নেননি কেউ। এর মধ্যে গত দুই দিনে কোনও ছাত্র সংগঠন প্যানেল চূড়ান্ত করে মনোনয়ন সংগ্রহ করেনি। আজ সব ছাত্র সংগঠন মনোনয়ন সংগ্রহ করবে।
এর আগে, গত ৫ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার হয়। ১৩ নভেম্বর চারজন মনোনয়নপত্র সংগ্রহ করেন। ১৬ নভেম্বরও চলেছে মনোনয়নপত্র বিতরণ, যা ১৭ নভেম্বর পর্যন্ত চলবে। ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়ন পত্র দাখিল, ১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২৪, ২৫ ও ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।
এ ছাড়া ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে। ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর ৪, ৭ ও ৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ হবে ৯ ডিসেম্বর। ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা করবেন। আর ২২ ডিসেম্বর ভোটগ্রহণ হবে। তফসিল অনুযায়ী, নির্বাচনের দিনই ভোট গণনা ও ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা হবে।







