মেগাসিটির নিরাপত্তায় ডিএমপি দক্ষতার পরিচয় দিয়েছে: আইজিপি

সেবা ও জনগণের নিরাপত্তা দেওয়া পুলিশের মূল দায়িত্ব বলে মনে করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, রাজধানী ও পৃথিবীর অন্যতম একটি মেগাসিটি ঢাকার জনগণের নিরাপত্তা এবং এই শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দায়িত্ব পালন করে আসছে। সুদীর্ঘ পথ পরিক্রমায় ডিএমপি অনেক চড়াই-উৎরাই অতিক্রম করেছে।

আজ শনিবার  বিকালে ডিএমপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনসে এক নাগরিক সম্মিলনে পুলিশপ্রধান এসব কথা বলেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন। সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, দেশের উন্নয়ন, অগ্রগতি, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি ঢাকাকেন্দ্রিক। এই শহরকে কেন্দ্র করেই আমাদের উন্নয়নের অভিযাত্রা। এই অভিযাত্রা নিশ্চিত করতে হলে এই শহরকে নিরাপদ রাখতে হবে। ডিএমপি দক্ষতার সঙ্গে সেই দায়িত্ব পালন করছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে বিশেষ করে করোনাকালে ডিএমপি মুন্সিয়ানার পরিচয় দিয়েছে।

 

আইজিপি বলেন, ডিএমপি বিশ্বের অন্যতম জনবহুল নগরের নাগরিকদের নিরাপত্তা প্রদানে সক্ষম হয়েছে। দেশের উন্নয়নের ঢেউ ঢাকা থেকে সারাদেশে আছড়ে পড়ে। আমরা ডিএমপিকে পুলিশের প্রতিচ্ছবি মনে করি। ডিএমপি আগামী দিনগুলোতেও তাদের দায়িত্ব-কর্তব্যের মধ্য দিয়েই নগরীর মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নেবেন বলে আইজিপি আশা প্রকাশ করেন।

পুলিশপ্রধান তার বক্তব্যের শুরুতে সবাইকে মুজিব শতবর্ষের শুভেচ্ছা জানান। তিনি বিগত এক বছরে বিশেষ করে করোনাকালে সম্মুখযুদ্ধ হিসেবে ডিএমপির যেসব সদস্য জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন। যারা বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে ১৯৭১ সালে এই রাজারবাগের ময়দান থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন তিনি তাদের রুহের মাগফেরাত কামনা করেন।

 

অনুষ্ঠানে নগরীর বিশিষ্ট নাগরিকবৃন্দ, সাবেক আইজিপিরা, সাবেক ডিএমপি কমিশনাররা, সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তারা, কূটনীতিক, সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সূএ:ঢাকাটাইমস

 

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ পবিপ্রবির শিক্ষার্থীদের

» শতকোটি ছাড়াল পাগলা মসজিদের দানের টাকা

» আইএসপিআরের বিবৃতি প্রত্যাখ্যান গণঅধিকার পরিষদের

» জুলাই সনদে ঐকমত্য না হওয়া বিষয়গুলোর পরবর্তী সংসদে নির্ধারণ হবে : ফখরুল

» আ.লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

» গাজরের বরফি তৈরির রেসিপি

» শিশুর ডিহাইড্রেশন হলে বুঝবেন যেভাবে

» ইঙ্গিতপূর্ণ পোস্ট ঐন্দ্রিলার

» বিশেষ অভিযানে চার বোতল ভারতীয় মদসহ ভারতীয় নাগরিক আটক

» উপহার পাঠিয়েছেন রুমিন ফারহানা, স্বাগত জানালেন হাসনাত

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মেগাসিটির নিরাপত্তায় ডিএমপি দক্ষতার পরিচয় দিয়েছে: আইজিপি

সেবা ও জনগণের নিরাপত্তা দেওয়া পুলিশের মূল দায়িত্ব বলে মনে করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, রাজধানী ও পৃথিবীর অন্যতম একটি মেগাসিটি ঢাকার জনগণের নিরাপত্তা এবং এই শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দায়িত্ব পালন করে আসছে। সুদীর্ঘ পথ পরিক্রমায় ডিএমপি অনেক চড়াই-উৎরাই অতিক্রম করেছে।

আজ শনিবার  বিকালে ডিএমপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনসে এক নাগরিক সম্মিলনে পুলিশপ্রধান এসব কথা বলেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন। সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, দেশের উন্নয়ন, অগ্রগতি, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি ঢাকাকেন্দ্রিক। এই শহরকে কেন্দ্র করেই আমাদের উন্নয়নের অভিযাত্রা। এই অভিযাত্রা নিশ্চিত করতে হলে এই শহরকে নিরাপদ রাখতে হবে। ডিএমপি দক্ষতার সঙ্গে সেই দায়িত্ব পালন করছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে বিশেষ করে করোনাকালে ডিএমপি মুন্সিয়ানার পরিচয় দিয়েছে।

 

আইজিপি বলেন, ডিএমপি বিশ্বের অন্যতম জনবহুল নগরের নাগরিকদের নিরাপত্তা প্রদানে সক্ষম হয়েছে। দেশের উন্নয়নের ঢেউ ঢাকা থেকে সারাদেশে আছড়ে পড়ে। আমরা ডিএমপিকে পুলিশের প্রতিচ্ছবি মনে করি। ডিএমপি আগামী দিনগুলোতেও তাদের দায়িত্ব-কর্তব্যের মধ্য দিয়েই নগরীর মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নেবেন বলে আইজিপি আশা প্রকাশ করেন।

পুলিশপ্রধান তার বক্তব্যের শুরুতে সবাইকে মুজিব শতবর্ষের শুভেচ্ছা জানান। তিনি বিগত এক বছরে বিশেষ করে করোনাকালে সম্মুখযুদ্ধ হিসেবে ডিএমপির যেসব সদস্য জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন। যারা বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে ১৯৭১ সালে এই রাজারবাগের ময়দান থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন তিনি তাদের রুহের মাগফেরাত কামনা করেন।

 

অনুষ্ঠানে নগরীর বিশিষ্ট নাগরিকবৃন্দ, সাবেক আইজিপিরা, সাবেক ডিএমপি কমিশনাররা, সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তারা, কূটনীতিক, সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সূএ:ঢাকাটাইমস

 

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com