আবু মুসা মোহন-: লক্ষ্মীপুরের রায়পুরে আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় এইচআরসি স্মার্ট স্কুলের আয়োজনে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলার সাবেক চেয়ারম্যান ফজলুল করিম, রায়পুর বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ, ইব্রাহিম খাঁন, আবু সায়েম চৌধুরী।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিজ্ঞান মেলা, বিতর্ক প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও সৃজনশীল চিন্তাভাবনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা।







