[ঢাকা, ১২ নভেম্বর, ২০২৫] সম্প্রতি, দেশজুড়ে ‘স্নিকার্স ফর অল’ ক্যাম্পেইন চালু করেছে দেশের শীর্ষস্থানীয় ফুটওয়্যার ব্র্যান্ড বাটা বাংলাদেশ। বর্তমানের লাইফস্টাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আরাম ও স্টাইলে গুরুত্ব আরোপ করে জনপ্রিয় স্নিকার নিয়ে এ ক্যাম্পেইন চালু করেছে বাটা।
তরুণ প্রজন্মের ক্রেতাদের মধ্যে স্নিকার বেশ জনপ্রিয়; এর জনপ্রিয়তা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। আর এর ধারাবাহিকতায়, ক্রেতাদের অভুতপূর্ব সাড়ার ভিত্তিতে এবারের ক্যাম্পেইন নিয়ে টানা পাঁচবার ‘স্নিকার ফেস্ট’ নিয়ে এলো বাটা। এ বছরের নতুন এ ক্যাম্পেইনে থাকছে বাটার জনপ্রিয় স্নিকার ব্র্যান্ড: পাওয়ার, নর্থ স্টার, ওয়েইনব্রেনার, হাশ পাপিজ, অ্যাডিডাস ও নাইকিসহ বিভিন্ন ব্র্যান্ডের চমৎকার স্টাইলের সব স্নিকার্স।
বর্তমানের জীবনযাত্রার ব্যস্ততার সাথে মিলিয়ে সারাদিনের স্টাইল ও আরামকে প্রাধান্য দিয়ে ‘স্নিকার্স ফর অল’ ক্যাম্পেইনটি সাজানো হয়েছে; ক্রেতারা এ ক্যাম্পেইনের মাধ্যমে দিনের বিভিন্ন মুহূর্তের জন্য পাবেন মানানসই স্নিকার্স। ফিটনেসপ্রেমীদের চাই টেকসই পণ্য, অন্যদিকে ফ্যাশন সচেতন ক্রেতারা প্রাধান্য দেন স্টাইল ও স্বাচ্ছন্দ্যে। বাটাতে সকল ক্রেতাই খুঁজে পাবেন তাদের পছন্দের স্নিকার্স।
এ ক্যাম্পেইনে, ১,৪৯৯ টাকা থেকে শুরু হয়েছে স্নিকার্সের মূল্য; ফলে, সবার হাতের নাগালেই থাকছে মানসম্পন্ন স্নিকার্স। ক্রেতারা দেশের সকল বাটা শোরুমে বা অনলাইনে বাটাবিডি ডট কম – ওয়েবসাইটে গিয়ে ক্যাম্পেইনের সকল কালেকশন দেখতে পারবেন এবং পছন্দের স্নিকার্স কিনতে পারবেন।
১৩০ বছরেরও বেশি ঐতিহ্য নিয়ে বাটা আজও বাংলাদেশের শীর্ষ ফুটওয়্যার ব্র্যান্ড হিসেবে ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছে সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন জুতা। পাশাপাশি, বাটা পণ্যের সর্বোচ্চ মান নিশ্চিতেও অঙ্গীকারবদ্ধ।







