সেবাগ্রহীতাদের সাথে দুর্ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়। তাই সেবাগ্রহীতাদের সঙ্গে মানবিক আচরণ করতে হবে। কেউ যদি সেবাগ্রহীতাদের সঙ্গে দুর্ব্যবহার করেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত সেবার ক্ষেত্রে সবার আগে জনগণ—এটাই হওয়া উচিত মূল লক্ষ্য।

আজ  রাজধানীর টিআইবি অডিটোরিয়ামে আয়োজিত ‘উপজেলা ভূমি অফিসের সেবা: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

আলী ইমাম মজুমদার বলেন, ভূমি প্রশাসন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ খাত। এর কার্যক্রম উপজেলা পর্যায়ে মূলত উপজেলা ভূমি অফিসের মাধ্যমে পরিচালিত হয়। সাধারণ মানুষের ভূমি সংক্রান্ত প্রায় সব সেবা এই অফিসের মাধ্যমেই দেওয়া হয়। তাই উপজেলা ভূমি অফিস হলো নাগরিক সেবার অন্যতম প্রধান কেন্দ্র। কিন্তু এই সেবার মান ও সুশাসন নিশ্চিত করতে এখনও নানা চ্যালেঞ্জ বিদ্যমান।

তিনি বলেন, ভূমি সেবায় জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করা, সেবার গুণগত মান পর্যবেক্ষণ ও উন্নয়নে সরকার এবং স্টেকহোল্ডারদের সমন্বিত ভূমিকা প্রয়োজন। কিভাবে কাজ করলে জনগণের কল্যাণ হবে, তা নিজস্ব বুদ্ধিবৃত্তিক সামর্থ্য ও মানবিকতা দিয়ে নিরূপণ করতে হবে।

ভূমি উপদেষ্টা আরও বলেন, সুশাসন একটি রাষ্ট্রের অগ্রগতির পূর্বশর্ত। এটি এমন একটি কাঠামো, যেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা, ন্যায়বিচার ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত হয়। ভূমি সেবার ক্ষেত্রেও তাই প্রযোজ্য। ভূমি মানুষের জীবন-জীবিকার সঙ্গে গভীরভাবে জড়িত—এটি খাদ্য, শিল্প ও অর্থনীতির অন্যতম ভিত্তি। তাই ভূমি সেবার মানোন্নয়ন কেবল প্রযুক্তিনির্ভর নয়; এটি মানবিকতা, সততা ও দায়িত্ববোধের সমন্বয়।

তিনি বলেন, ডিজিটাল ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে শুধু প্রযুক্তি নয়, সেবাদাতার মানসিকতা ও দক্ষতার উন্নয়নও অপরিহার্য। নাগরিক ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায়ই সম্ভব হবে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আধুনিক ভূমি সেবা ব্যবস্থা গড়ে তোলা।

আলী ইমাম মজুমদার বলেন, মাঠ পর্যায়ে কর্মরত ভূমি কর্মকর্তাদের মধ্যে স্বচ্ছতা, দেশপ্রেম, সততা এবং পেশাদারিত্বের মাধ্যমে ভূমি খাতকে জনবান্ধব করা সম্ভব। এজন্য সেবাদানকারী কর্মকর্তাদের কার্যক্রম মনিটরিং করতে হবে এবং অসততার জন্য কঠোর শাস্তির ব্যবস্থা নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ, স্বাগত বক্তব্য রাখেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

» চার কারখানায় শ্রমিক বিক্ষোভ, নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ

» সর্বোচ্চটুকু দিয়ে সরকার অস্থিরতা নিয়ন্ত্রণের চেষ্টা করবে

» থাই চিকেন কারি রেসিপি

» ডায়াবেটিস নিয়ে ভ্রমণে করণীয়

» কম দামে কিনতে পারবেন এই কোম্পানির ফ্ল্যাগশিপ ফোন

» রাজধানীতে চারটি ককটেল বিস্ফোরণ

» শেখ হাসিনার রায় ঘিরে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

» সাবেক এমপি সাদেক খানের ১২ ব্যাংক হিসাব ফ্রিজ

» জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সেবাগ্রহীতাদের সাথে দুর্ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়। তাই সেবাগ্রহীতাদের সঙ্গে মানবিক আচরণ করতে হবে। কেউ যদি সেবাগ্রহীতাদের সঙ্গে দুর্ব্যবহার করেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত সেবার ক্ষেত্রে সবার আগে জনগণ—এটাই হওয়া উচিত মূল লক্ষ্য।

আজ  রাজধানীর টিআইবি অডিটোরিয়ামে আয়োজিত ‘উপজেলা ভূমি অফিসের সেবা: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

আলী ইমাম মজুমদার বলেন, ভূমি প্রশাসন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ খাত। এর কার্যক্রম উপজেলা পর্যায়ে মূলত উপজেলা ভূমি অফিসের মাধ্যমে পরিচালিত হয়। সাধারণ মানুষের ভূমি সংক্রান্ত প্রায় সব সেবা এই অফিসের মাধ্যমেই দেওয়া হয়। তাই উপজেলা ভূমি অফিস হলো নাগরিক সেবার অন্যতম প্রধান কেন্দ্র। কিন্তু এই সেবার মান ও সুশাসন নিশ্চিত করতে এখনও নানা চ্যালেঞ্জ বিদ্যমান।

তিনি বলেন, ভূমি সেবায় জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করা, সেবার গুণগত মান পর্যবেক্ষণ ও উন্নয়নে সরকার এবং স্টেকহোল্ডারদের সমন্বিত ভূমিকা প্রয়োজন। কিভাবে কাজ করলে জনগণের কল্যাণ হবে, তা নিজস্ব বুদ্ধিবৃত্তিক সামর্থ্য ও মানবিকতা দিয়ে নিরূপণ করতে হবে।

ভূমি উপদেষ্টা আরও বলেন, সুশাসন একটি রাষ্ট্রের অগ্রগতির পূর্বশর্ত। এটি এমন একটি কাঠামো, যেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা, ন্যায়বিচার ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত হয়। ভূমি সেবার ক্ষেত্রেও তাই প্রযোজ্য। ভূমি মানুষের জীবন-জীবিকার সঙ্গে গভীরভাবে জড়িত—এটি খাদ্য, শিল্প ও অর্থনীতির অন্যতম ভিত্তি। তাই ভূমি সেবার মানোন্নয়ন কেবল প্রযুক্তিনির্ভর নয়; এটি মানবিকতা, সততা ও দায়িত্ববোধের সমন্বয়।

তিনি বলেন, ডিজিটাল ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে শুধু প্রযুক্তি নয়, সেবাদাতার মানসিকতা ও দক্ষতার উন্নয়নও অপরিহার্য। নাগরিক ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায়ই সম্ভব হবে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আধুনিক ভূমি সেবা ব্যবস্থা গড়ে তোলা।

আলী ইমাম মজুমদার বলেন, মাঠ পর্যায়ে কর্মরত ভূমি কর্মকর্তাদের মধ্যে স্বচ্ছতা, দেশপ্রেম, সততা এবং পেশাদারিত্বের মাধ্যমে ভূমি খাতকে জনবান্ধব করা সম্ভব। এজন্য সেবাদানকারী কর্মকর্তাদের কার্যক্রম মনিটরিং করতে হবে এবং অসততার জন্য কঠোর শাস্তির ব্যবস্থা নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ, স্বাগত বক্তব্য রাখেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com