মাহফুজার রহমান মণ্ডল:
বেলা বাড়ার সাথে সাথে
পাঠশালায় যেতে হয়,
সেদিন ছিল কুয়াশা ঢাকা
মনটি বাঁধা রয়।
বাবা বলে চল পাঠশালায়
দেখবি কত ফুল,
সুযোগ পেয়ে পিছু নিতে
করিনিতো ভুল।
যেয়ে দেখি সবাই এসে
শহিদ মিনার ঘিরে,
মেলার পানে ছুটে যেমন
রয়নি কেউতো নীড়ে।
সবাই দেখি পুস্প হাতে
সারিবদ্ধ রয়,
পুষ্পার্পন শেষ করে সবাই
মনের কথা কয়।
গানে গানে মুহরিত
শহিদ মিনার মাঠ,
মাঝে মাঝে ধ্বনিত হয়
স্মৃতির কাব্য পাঠ।
ভালোই গেলো দিনটি আমার
বন্ধু বান্ধব মিলে,
সবাই এবার ফিরছে বাড়ি
উড়ছে আকাশ চিলে।
ছিল শৈশব ভালো আমার
সুখে ছিলাম বেশ,
বড় হয়ে জানলাম একি
পাকই করছে শেষ।
রফিক শফিক জব্বর বরকত
প্রাণ দিয়েছে যেদিন,
বাংলা আমার মায়ের কথা
জয় হয়েছে সেদিন।
বাহান্নর যে বাজ আন্দোলন
সর্বলোকে জানে,
সোনার বাংলা মুখরিত
বাংলা ভাষার টানে।
ফেব্রুয়ারির একুশ মানে
আর্ন্তজাতিক দিবস,
বিশ্ববাসী পালন করবে
থাকবে না আর কবজ।
Facebook Comments Box