শাহনাজ পারভীন মিতা :
ব্যস্ত শহরে রাস্তার সিগনালে
কখনো গাড়ি ,সিএনজি বা হুডতোলা রিক্সায়,
দেখি ছোট ছোট শিশুর হাতে
বেলী ফুলের ছোট্ট ছোট্ট মালা।
সুবাসে মন আনচান
বলে আন্টি একটি মালা নিন,
ফুল খুব পছন্দ আমার
কখনো কিনি ,উপহার দি কাউকে
হয়তো প্রিয় বন্ধু তোমাকে।
রাতের আকাশে অসংখ্য তারা
মিটি মিটি জ্বলে,
নিয়ন বাতির আলোয় বেলির সুবাস
ভেসে যায় চারিধার জলে।
কখনো ইচ্ছে হয় নিজেই নিজেকে
সুবাসে জড়াই,
মনটা ভরাই।
কেউ মালা বেনুনিতে জড়াক
বা না জড়াক ,
রাতের সুবাস আমার হোক
একান্তই আমার।
Facebook Comments Box