রুখসানা রিমি :
সুখ খুঁজতে খুঁজতে আমি কষ্টের মালা গেঁথে
হৃদয়ের আলনায় থরে থরে সাজিয়ে রেখেছি…
সামান্য ফাঁক-ফোকর পেলেই কষ্টগুলো
মনের জানালায় উঁকি দেয় রুদ্র মূর্তিতে,
আমার স্নায়ুর শহরে কত দোয়েল সারাদিন
ডানা ঝাপটায় আর বেদনার সুর খোঁজে,
কেউই চায় না আমার কষ্টের ভাগ নিতে
ভালবেসে কেউই বলে না ভালবাসি কবি।
অথচ দোয়েলরা চঞ্চুতে ভালবাসা ফেরি করে
কবির ক্যানভাসে কেবল কষ্টের ছবি আঁকে…
Facebook Comments Box