অনুবাদঃ মোহাম্মদ আসাদুল্লাহ
মূলঃ অলিভার স্যাকস (বই- গ্র্যাটিচুড)
ছবিঃ অন্তর্জাল, প্রতীকী
‘‘আমরা চলে যাওয়ার পর আমাদের মতো কেউ আর থাকবে না। অবশ্য পৃথিবীতে কখনোই একজন মানুষ অন্য কোনো মানুষের মতো হয় না। তাই যখনই মানুষেরা মরে যায়, তখন তাদেরকে প্রতিস্থাপন করা যায় না। তারা সবাই শূন্যতা রেখে যায়, যেটাকে কখনোই পূর্ণ করা যায় না। কারণ, এটাই হলো প্রতিটি মানুষের নিয়তি- জেনেটিক ও নিউরাল নিয়তি, যা প্রতিটি মানুষের ক্ষেত্রে স্বতন্ত্র হয়ে থাকে। নিয়তিই তাকে তার নিজের পথ খুঁজে পেতে, নিজের জীবনযাপন করতে এবং নিজের মতো করে মরতে সাহায্য করে থাকে।
একজন মানুষ হিসেবে আমি কখনোই মনে করি না যে আমি ভয়শুন্য। তবে আমার সবচেয়ে বড় অনুভূতি হলো কৃতজ্ঞতার। আমি ভালোবেসেছি এবং ভালোবাসা পেয়েছি। আমাকে অনেক দেওয়া হয়েছে, এবং বিনিময়ে আমিও কিছু দিয়েছি। আমি পড়েছি, ভ্রমণ করেছি, চিন্তা করেছি এবং লিখেছি। এই পৃথিবীর সাথে আমি সহবাস করেছি। লেখক ও পাঠক হিসেবে এটা ছিল আমার বিশেষ সহবাস।
মোটের ওপর এই সুন্দর গ্রহে, আমি একজন সংবেদনশীল ও চিন্তার ক্ষমতাযুক্ত মানুষ। এই পৃথিবী আমার জন্যে বিশাল অনুগ্রহ ও এডভেঞ্চারের জায়গা।’’
সূএ : ডেইলি-বাংলাদেশ ডটকম