সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : আগামী ১৮ নভেম্বর হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
সোমবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
এমন এক প্রেক্ষাপটে এই সফরে যাচ্ছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান, যখন সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে চাপ দিচ্ছেন ট্রাম্প।
২০২০ সালে ট্রাম্প সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কোর সঙ্গে চুক্তি করেছিলেন। এই চুক্তির মাধ্যমে ওই দেশগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। সৌদি আরব অবশ্য ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে পদক্ষেপ না হওয়ায় এখনও এই চুক্তিতে যোগ দিতে দ্বিধা প্রকাশ করেছে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ট্রাম্প সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে বলেছেন, তিনি বিশ্বাস করেন সৌদি আরব শেষ পর্যন্ত অ্যাকর্ডসে যোগ দেবে। ট্রাম্প এবং মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্র-সৌদি প্রতিরক্ষা চুক্তি সম্পর্কেও আলোচনা করতে পারেন।
ফাইন্যান্সিয়াল টাইমস দুই সপ্তাহ আগে জানিয়েছে, আশা করা হচ্ছে মোহাম্মদ বিন সালমানের সফরের সময় দুই দেশ এমন একটি চুক্তি স্বাক্ষর করতে পারে। ট্রাম্প প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা রয়টার্সকে বলেন, ক্রাউন প্রিন্স আসার সময় কিছু স্বাক্ষরের আলোচনা চলছে। কিন্তু বিস্তারিত এখনও পরিবর্তনের মধ্যে রয়েছে। সৌদি আরব চেয়েছে যুক্তরাষ্ট্র থেকে নিজের রক্ষা করার আনুষ্ঠানিক গ্যারান্টি এবং অধিক উন্নত অস্ত্রব্যবস্থার সুযোগ পাওয়া। যুক্তরাষ্ট্রের অস্ত্রের অন্যতম বড় গ্রাহক হলো সৌদি আরব। দুই দেশ দীর্ঘ দশক ধরে শক্তিশালী সম্পর্ক বজায় রেখেছে। সেখানে সৌদি আরব তেল সরবরাহ করে এবং ওয়াশিংটন নিরাপত্তা নিশ্চিত করে। মে মাসে ট্রাম্পের রিয়াদ সফরের সময়, যুক্তরাষ্ট্র সৌদি আরবকে প্রায় ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্রপ্যাকেজ বিক্রি করার বিষয়ে সম্মত হয়। সূত্র: রয়টার্স







