আকাশে উড়ছে হাওরপারের ঝুটনের তৈরি বিমান

অক্লান্ত পরিশ্রম কাজে লাগিয়ে মানবিক বিভাগের ঝুটন সম্রাট যিশু ব্যাটারিচালিত বিমান তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। তিনি এই বিমান সফলভাবে আকাশে ৩০ থেকে ৪০ মিনিট উড়াতে ও মাটিতে নামাতে পেরেছেন। ফেসবুক, গুগলের সহায়তায় প্রায় ২৫ থেকে ৩০ দিনের মধ্যেই সে তৈরি করেছে ব্যাটারিচালিত এই বিমান। তার এই উদ্ভাবনী আবিষ্কার দেখে উৎফুল্ল তার পরিবার পরিজন ও এলাকাবাসী।

ঝুটন সম্রাট যিশু সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের প্যারীনগরের প্রত্যন্ত গ্রামের মেধাবী উদ্যোক্তা তরুণ। তার বাবা গোপেন্দ্র চন্দ্র দাস (৫৫) খেঁটেখাওয়া দিনমজুর ও মা ইলা রাণী দাস (৪০) গৃহিণী। তিন ভাইবোনের মধ্যে ঝুটন দ্বিতীয়। বিশ্বম্ভরপুর উপজেলার দিগ্রেন্দ্র বর্মন সরকারি ডিগ্রি কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

 

এই তরুণটির প্রবল ইচ্ছে বিমানটির মাধ্যমে জমিতে কীটনাশক ও সার প্রয়োগ করতে পারবে সহজে। ফলে কষ্ট কমবে কৃষকদের।

 

গত এক মাস আগে এই ব্যাটারিচালিত বিমান তৈরি করতে ব্যবহার করেছেন কর্কসিট। মূল বডিতে ট্রান্সমিটার রিসিভার লিপো ব্যাটারি ও কন্ট্রোলিং করার জন্য চারটি সাচবো মোটর।

 

পরিবারের লোকজন ও তার বন্ধুরা জানায়, ছোটবেলা থেকে নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা ছিল সার্বক্ষণিক। কিন্তু পারিবারিক অসচ্ছলতা তার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এরপর সে স্কুলে যাতায়াতের খরচ বাঁচিয়ে নানান ধরনের সরঞ্জাম কিনে তৈরি করেছে স্পিড বোর্ড, কখনো ড্রোন। এবার ব্যতিক্রমী চিন্তায় তৈরি করতে সক্ষম হয়েছে ব্যাটারিচালিত বিমান।

 

ঝুটন সম্রাট যিশুর বড় ভাই ঝলক রেজা অপি বলেন, আমাদের মতো মধ্যবিত্ত পরিবার বাবার রোজগারের মধ্যে চলে; সেক্ষেত্রে কেউ চাইনি অযথা টাকা খরচ হোক। প্রথমে আমরা তাকে সাপোর্ট করিনি, কিন্তু সে হাল ছাড়েনি। তার ব্যতিক্রমধর্মী চেষ্টার কারণে অনেকটাই সফলতা দেখে তারপর সাপোর্ট করি।

 

বন্ধু পিপাসা দাস বলেন, ঝুটন সম্রাট যিশু সব সময় কিছু না কিছু আবিষ্কার করার চিন্তা করে। নিজের মেধা ও একান্ত চেষ্টার মাধ্যমে বিমান আবিষ্কার করেছে। সে আমাদের উপজেলাবাসীর গর্ব। তার স্বপ্ন পূরণে সরকার ও বিভিন্ন মহলকে এগিয়ে আসার আহবান জানাই।

 

বিশ্বম্ভরপুর উপজেলার দিগ্রেন্দ্র বর্মন সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মশিউর রহমান বলেন, ঝুটন এই কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। এমন আবিষ্কার সত্যি প্রশংসার যোগ্যতা রাখে। তবে পারিবারিকভাবে সে মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় তার স্বপ্নগুলো আড়ালে থেকে যাচ্ছে। তাই সরকারি সহায়তা পেলে সে তার অপূরণীয় স্বপ্ন বাস্তবায়িত করতে সফল হবে।

 

বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিউর রহিম জাদিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন এবং তাদের পাশেও দাঁড়িয়েছেন। তার স্বপ্ন পূরণে ও তার আবিষ্কার ও তৈরি করা বিমান যেন জাতীয় পর্যায়ে পৌঁছাতে আমরা তাকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব।, সূএ:ঢাকাটাইমস

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» সৎ নেতৃত্ব ছাড়া সমাজে ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয় …. ইঞ্জিনিয়ার মুহসীন আহমেদ

» ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ পবিপ্রবির শিক্ষার্থীদের

» শতকোটি ছাড়াল পাগলা মসজিদের দানের টাকা

» আইএসপিআরের বিবৃতি প্রত্যাখ্যান গণঅধিকার পরিষদের

» জুলাই সনদে ঐকমত্য না হওয়া বিষয়গুলোর পরবর্তী সংসদে নির্ধারণ হবে : ফখরুল

» আ.লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

» গাজরের বরফি তৈরির রেসিপি

» শিশুর ডিহাইড্রেশন হলে বুঝবেন যেভাবে

» ইঙ্গিতপূর্ণ পোস্ট ঐন্দ্রিলার

» বিশেষ অভিযানে চার বোতল ভারতীয় মদসহ ভারতীয় নাগরিক আটক

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আকাশে উড়ছে হাওরপারের ঝুটনের তৈরি বিমান

অক্লান্ত পরিশ্রম কাজে লাগিয়ে মানবিক বিভাগের ঝুটন সম্রাট যিশু ব্যাটারিচালিত বিমান তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। তিনি এই বিমান সফলভাবে আকাশে ৩০ থেকে ৪০ মিনিট উড়াতে ও মাটিতে নামাতে পেরেছেন। ফেসবুক, গুগলের সহায়তায় প্রায় ২৫ থেকে ৩০ দিনের মধ্যেই সে তৈরি করেছে ব্যাটারিচালিত এই বিমান। তার এই উদ্ভাবনী আবিষ্কার দেখে উৎফুল্ল তার পরিবার পরিজন ও এলাকাবাসী।

ঝুটন সম্রাট যিশু সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের প্যারীনগরের প্রত্যন্ত গ্রামের মেধাবী উদ্যোক্তা তরুণ। তার বাবা গোপেন্দ্র চন্দ্র দাস (৫৫) খেঁটেখাওয়া দিনমজুর ও মা ইলা রাণী দাস (৪০) গৃহিণী। তিন ভাইবোনের মধ্যে ঝুটন দ্বিতীয়। বিশ্বম্ভরপুর উপজেলার দিগ্রেন্দ্র বর্মন সরকারি ডিগ্রি কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

 

এই তরুণটির প্রবল ইচ্ছে বিমানটির মাধ্যমে জমিতে কীটনাশক ও সার প্রয়োগ করতে পারবে সহজে। ফলে কষ্ট কমবে কৃষকদের।

 

গত এক মাস আগে এই ব্যাটারিচালিত বিমান তৈরি করতে ব্যবহার করেছেন কর্কসিট। মূল বডিতে ট্রান্সমিটার রিসিভার লিপো ব্যাটারি ও কন্ট্রোলিং করার জন্য চারটি সাচবো মোটর।

 

পরিবারের লোকজন ও তার বন্ধুরা জানায়, ছোটবেলা থেকে নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা ছিল সার্বক্ষণিক। কিন্তু পারিবারিক অসচ্ছলতা তার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এরপর সে স্কুলে যাতায়াতের খরচ বাঁচিয়ে নানান ধরনের সরঞ্জাম কিনে তৈরি করেছে স্পিড বোর্ড, কখনো ড্রোন। এবার ব্যতিক্রমী চিন্তায় তৈরি করতে সক্ষম হয়েছে ব্যাটারিচালিত বিমান।

 

ঝুটন সম্রাট যিশুর বড় ভাই ঝলক রেজা অপি বলেন, আমাদের মতো মধ্যবিত্ত পরিবার বাবার রোজগারের মধ্যে চলে; সেক্ষেত্রে কেউ চাইনি অযথা টাকা খরচ হোক। প্রথমে আমরা তাকে সাপোর্ট করিনি, কিন্তু সে হাল ছাড়েনি। তার ব্যতিক্রমধর্মী চেষ্টার কারণে অনেকটাই সফলতা দেখে তারপর সাপোর্ট করি।

 

বন্ধু পিপাসা দাস বলেন, ঝুটন সম্রাট যিশু সব সময় কিছু না কিছু আবিষ্কার করার চিন্তা করে। নিজের মেধা ও একান্ত চেষ্টার মাধ্যমে বিমান আবিষ্কার করেছে। সে আমাদের উপজেলাবাসীর গর্ব। তার স্বপ্ন পূরণে সরকার ও বিভিন্ন মহলকে এগিয়ে আসার আহবান জানাই।

 

বিশ্বম্ভরপুর উপজেলার দিগ্রেন্দ্র বর্মন সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মশিউর রহমান বলেন, ঝুটন এই কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। এমন আবিষ্কার সত্যি প্রশংসার যোগ্যতা রাখে। তবে পারিবারিকভাবে সে মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় তার স্বপ্নগুলো আড়ালে থেকে যাচ্ছে। তাই সরকারি সহায়তা পেলে সে তার অপূরণীয় স্বপ্ন বাস্তবায়িত করতে সফল হবে।

 

বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিউর রহিম জাদিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন এবং তাদের পাশেও দাঁড়িয়েছেন। তার স্বপ্ন পূরণে ও তার আবিষ্কার ও তৈরি করা বিমান যেন জাতীয় পর্যায়ে পৌঁছাতে আমরা তাকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব।, সূএ:ঢাকাটাইমস

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com