শতকোটি ছাড়াল পাগলা মসজিদের দানের টাকা

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে আবারও সৃষ্টি হলো নতুন রেকর্ড। এবার দানবাক্স থেকে পাওয়া গেছে ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা, বিপুল স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা। ফলে মসজিদের বিভিন্ন ব্যাংক হিসাবে সর্বমোট জমার পরিমাণ দাঁড়িয়েছে ১০৩ কোটি ১৮ লাখ ৪৫ হাজার ৩৩০ টাকায়।

 

শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টায় প্রায় চার মাস ১৮ দিন পর মসজিদের ১৪টি দানবাক্স খোলা হয়। দিনভর গণনার পর পাওয়া যায় ৩২ বস্তা টাকা। এর মধ্যে নগদ অর্থ ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা এবং অনলাইনে দান এসেছে আরও ৫ লাখ টাকা।

 

এর আগে চলতি বছরের ১২ এপ্রিল দানবাক্স খোলার সময় ২৮ বস্তা থেকে গণনা শেষে পাওয়া যায় ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা। তখন মসজিদের বিভিন্ন ব্যাংক হিসাবে জমা ছিল প্রায় ৯১ কোটি টাকা।

 

শনিবার পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান দানবাক্সগুলো খোলার পর জানান, মসজিদের বিভিন্ন ব্যাংক হিসাবে আগে থেকেই জমা ছিল প্রায় ৯১ কোটি টাকা।

 

সেই হিসেবে এবারের দানবাক্স থেকে পাওয়া ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা যুক্ত হওয়ায় মোট জমা দাঁড়িয়েছে ১০৩ কোটি ১৩ লাখ ১৫ হাজার ৩৩০ টাকা। এর সঙ্গে অনলাইনে প্রাপ্ত আরও পাঁচ লাখ টাকা যোগ হয়ে সর্বমোট জমা হয়েছে ১০৩ কোটি ১৮ লাখ ৪৫ হাজার ৩৩০ টাকা।

 

পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, দানবাক্স থেকে পাওয়া সব টাকা ব্যাংকে জমা রাখা হয়। এ টাকার লভ্যাংশ থেকে অসহায় ও জটিল রোগে আক্রান্তদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়।

 

জেলা শহরের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদে প্রতিদিনই দেশ-বিদেশ থেকে নানা ধর্ম ও বর্ণের মানুষ দান করতে আসেন। তাদের বিশ্বাস, এখানে দান করলে মনের আশা পূর্ণ হয়।

 

এদিকে, মসজিদ পরিচালনা কমিটি একটি আধুনিক ও আন্তর্জাতিকমানের ইসলামিক কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে। এ উদ্দেশ্যে ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» র‌্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা

» রাজাকারের নাতিপুতি আখ্যা দেওয়া শিক্ষার্থীদের জন্য ছিল অপমানজনক

» নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষ পছন্দের প্রার্থীকে বেছে নেবে: টুকু

» রাতারগুলের অবকাঠামো উন্নয়নে সরকার পাশে থাকবে: আসিফ নজরুল

» প্রধান উপদেষ্টা জাতিসংঘে যাচ্ছেন ৪ রাজনীতিবিদকে নিয়ে

» এবারের দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

» দুর্গাপূজায় আমাদের সর্বোচ্চ সতর্ক ও প্রতিরোধের প্রস্তুতি থাকতে হবে: তারেক রহমান

» পিআর দাবি জনগণের আঙ্খাকার সঙ্গে ‘মুনাফেকি’: রিজভী

» পূজামণ্ডপের নিরাপত্তায় অতন্দ্র প্রহরী হোন: নেতা-কর্মীদের মির্জা ফখরুল

» সফররত ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শতকোটি ছাড়াল পাগলা মসজিদের দানের টাকা

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে আবারও সৃষ্টি হলো নতুন রেকর্ড। এবার দানবাক্স থেকে পাওয়া গেছে ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা, বিপুল স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা। ফলে মসজিদের বিভিন্ন ব্যাংক হিসাবে সর্বমোট জমার পরিমাণ দাঁড়িয়েছে ১০৩ কোটি ১৮ লাখ ৪৫ হাজার ৩৩০ টাকায়।

 

শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টায় প্রায় চার মাস ১৮ দিন পর মসজিদের ১৪টি দানবাক্স খোলা হয়। দিনভর গণনার পর পাওয়া যায় ৩২ বস্তা টাকা। এর মধ্যে নগদ অর্থ ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা এবং অনলাইনে দান এসেছে আরও ৫ লাখ টাকা।

 

এর আগে চলতি বছরের ১২ এপ্রিল দানবাক্স খোলার সময় ২৮ বস্তা থেকে গণনা শেষে পাওয়া যায় ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা। তখন মসজিদের বিভিন্ন ব্যাংক হিসাবে জমা ছিল প্রায় ৯১ কোটি টাকা।

 

শনিবার পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান দানবাক্সগুলো খোলার পর জানান, মসজিদের বিভিন্ন ব্যাংক হিসাবে আগে থেকেই জমা ছিল প্রায় ৯১ কোটি টাকা।

 

সেই হিসেবে এবারের দানবাক্স থেকে পাওয়া ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা যুক্ত হওয়ায় মোট জমা দাঁড়িয়েছে ১০৩ কোটি ১৩ লাখ ১৫ হাজার ৩৩০ টাকা। এর সঙ্গে অনলাইনে প্রাপ্ত আরও পাঁচ লাখ টাকা যোগ হয়ে সর্বমোট জমা হয়েছে ১০৩ কোটি ১৮ লাখ ৪৫ হাজার ৩৩০ টাকা।

 

পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, দানবাক্স থেকে পাওয়া সব টাকা ব্যাংকে জমা রাখা হয়। এ টাকার লভ্যাংশ থেকে অসহায় ও জটিল রোগে আক্রান্তদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়।

 

জেলা শহরের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদে প্রতিদিনই দেশ-বিদেশ থেকে নানা ধর্ম ও বর্ণের মানুষ দান করতে আসেন। তাদের বিশ্বাস, এখানে দান করলে মনের আশা পূর্ণ হয়।

 

এদিকে, মসজিদ পরিচালনা কমিটি একটি আধুনিক ও আন্তর্জাতিকমানের ইসলামিক কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে। এ উদ্দেশ্যে ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com