ফাইল ছবি
অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়। ঘটনাটি ঘটে আজ সকাল ৮টার দিকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে মাইজহাটি এলাকায় দ্রুতগামী ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান চালক শরীফুল।
দুর্ঘটনার পর পুলিশ সিএনজি ও ট্রাকটি জব্দ করেছে। তবে সংঘর্ষের পরপরই পালিয়ে যায় ট্রাকচালক। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কটিয়াদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারগুব তৌহিদ।