সংগৃহীত ছবি
শোবিজ ডেস্ক :টলিউডের লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলি একটি নতুন ধারাবাহিক সিরিজ ‘অনুসন্ধান’-এ একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করতে চলেছেন। সিরিজের মুক্তির আগে পরিচালক অদিতি রায় ও শুভশ্রী গাঙ্গুলি একটি বিশেষ আড্ডায় অংশ নেন, যেখানে তারা কাজের প্রস্তুতি এবং সমাজে চলচ্চিত্রের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
শুভশ্রী বলেন, ‘আমি খুব খুশি যে এ ধরনের সাহসী চরিত্রে আমাকে নেওয়া হয়েছে। আজও এই বিষয়টি নিয়ে অনেকটা আলোচনা হয় না, যদিও ছোটখাটো খবরের মাধ্যমে কিছু প্রকাশিত হয়। শিল্পী হিসেবে আমাদের প্রতিবাদের মাধ্যমও একটু ভিন্ন রকম।’

নির্দিষ্টভাবে সাংবাদিক চরিত্রে অভিনয় নিয়ে শুভশ্রী বলেন, ‘আমাকে অনেকেই লেডি সুপারস্টার বলে থাকেন। কিন্তু শুধুই সুপারস্টার একজন অভিনেত্রীর ক্ষেত্রে কি আমরা কখনও শুনেছি? এটি আমাদের মাইন্ডসেটেরই অংশ। আশা করি ধীরে ধীরে বদলাবে।’
পরিচালক অদিতি রায়ও ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন, ‘আমি ব্যক্তিগতভাবে এই ধরনের বৈষম্যের প্রতি বিশ্বাসী নই। আমি সফল হলে সেটি নিয়ে কথা হোক, কিন্তু নামের আগে একজন সফল মহিলা পরিচালক, এ ধরনের তকমায় আমার আপত্তি আছে। পরিবার ও বন্ধুরা বুঝেছেন, তবে সবাইকে বদলানো সম্ভব নয়।’
সাংবাদিক চরিত্রের চিত্রায়ণ নিয়ে শুভশ্রী মন্তব্য করেন, ‘আমার দেখা মতে, নেতিবাচকভাবে সাংবাদিকদের দেখানো যায় এমন কোনও অভিজ্ঞতা আমি পাইনি। আমরা টলিউডে এক পরিবারের মতো সম্পর্ক পাই; এতে সাংবাদিক-শিল্পী সম্পর্ক বন্ধুত্বপূর্ণ এবং পেশাদারিত্বের মধ্যে সামঞ্জস্য থাকে।’







