সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : পিরোজপুর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ শামীম বিন সাঈদী বলেছেন, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে কিছুটা অসামঞ্জস্য দেখা দিতে পারে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে নেছারাবাদ উপজেলায় দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শামীম সাঈদী বলেন, আমরা আগে থেকেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবি জানিয়ে আসছি। তবে যেহেতু এটি প্রথমবার, আমার মনে হয় প্রাথমিকভাবে কিছুটা অসামঞ্জস্য দেখা দিতে পারে।
এ সময় সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, পিরোজপুর-২ আসনের নেছারাবাদ, ভাণ্ডারিয়া ও ইন্দুরকানি থেকে কিছু লোককে ডিবি নিয়ে যাচ্ছে বলে শুনছি। তবে সাদা পোশাকে এসে কাউকে তুলে নেওয়া আমরা সমর্থন করি না। কাউকে গ্রেপ্তার করতে হলে পরিচয় প্রকাশ করে এবং নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা উচিত। গ্রেপ্তারের সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে তার অপরাধ সম্পর্কে অবহিত করা প্রয়োজন। তবে নিরীহ ও নিরপরাধ কাউকে হয়রানি করা হলে তা আমরা কোনোভাবেই সমর্থন করব না।