ফারহা মৌরিন মৌ:
এগিয়ে যাচ্ছে …
থেমে থেমে, একটু একটু করে-
ধীর লয়ে,
হাত দুটো যেনো শরীরের অংশ নয়!
ঝুলে আছে, অশ্বত্থের শাখার মত।
স্থির নিঃশ্বাস-প্রশ্বাস,
কোনো ক্লান্তি নেই
চিন্তা নেই
কষ্ট নেই
রাগ নেই
অভিমান নেই
সমস্ত অনুভূতিগুলো যেন
এ জীবন্ত শরীরটাকে
উপেক্ষা করে
বহু আগেই বিদায় নিয়েছে!
গভীর মায়াময়,
চির অস্থিরতার চোখ দুটো
আজ ভয়ংকর রকম স্থির!
যেন একটি দুর্বার লক্ষ্য ধরে
এগিয়ে যাচ্ছে
সর্বশেষ বিন্দুতে পৌঁছুবার!
অতীতের গ্লানি তাকে
ছোঁয়নি কখনো কোনোভাবেই,
প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসেব কষা
অভ্যেস ছিলো না।
না পেতে পেতে যেমন না পাওয়ার দুঃখ
ভুলে গিয়েছিল,
তেমনি কখনো অধিক পাওয়াতেও
হয়নি উতলা।
তবুও সে,
সুখী হতে পারেনি কখনো,
চায়ওনি কখনো।
ভালোবাসার সাত-সমুদ্র বুকে ধারণ করে,
এটাই শুধু ভেবে গেছে চিরকাল যে,
ভালোবাসা বুঝতে সে অক্ষম!
নির্ভরতার শেষ চাবিটিকে
নিজ হাতে সমর্পণ করে চিরতরে,
ফিরে গেছে
অনিশ্চয়তার লোকালয়ে।
সারাজীবনের যত সঞ্চয়,
উজাড় করে বিলিয়ে গেছে সে।
নিঃস্ব হবার বড় সাধ ছিল তার!
সব ভার, জঞ্জালগুলো যা তাকে
এই ভূমির সঙ্গে আটকে রেখেছে
এতদিন,
একটা একটা করে
পেছনে ফেলতে ফেলতে
সে উঠে এলো চিতায়।
নিজ শরীরের সঙ্গে মিশিয়ে নিলো
ক্ষণিকের তরে
ভেসে বেড়ানো আত্মাকে…
সহমরণে যাবে ওরা-
আজই!
Facebook Comments Box