সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আক্ষেপ প্রকাশ করে বলেছেন, রক্ত দেওয়ার সময় আমরা এগিয়ে থাকবো, কিন্তু ক্ষমতায় গেলে আমাদের কোথাও খুঁজে পাওয়া যাবে না।
শনিবার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এ মন্তব্য করেছেন। তার এ পোস্টে দুটি ছবি দিয়ে প্রস্তুতকৃত একটি কোলাজ ছবি যুক্ত করা হয়। এতে দেখা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের শুরুর দিকে নাহিদ ইসলাম, সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহসহ তৎকালীন অনেক সমন্বয়কদের সঙ্গে ছবি তুলেছেন। অন্য ছবিতে দেখা যায়, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার হাসোজ্জল ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন।
তিনি ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে দাবি করেন, গণ অভ্যুত্থাণের পর সরকার এ পর্যন্ত কী সংস্কার করেছে তার নমুনা ছবিটিতে ফুটে উঠেছে। ধারণা করা হচ্ছে, তিনি তার পোস্টের মাধ্যমে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে ছাত্র-জনতার আন্দোলন সংশ্লিষ্টদেরকে গুরুত্ব না দিয়ে রাজনৈতিক দলের নেতাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে, এমনটা বুঝিয়েছেন।
ফেসবুক স্ট্যাটাসে বা ছবির ক্যাপশনে হাসনাত আব্দুল্লাহ লেখেন, এই দেশ এখন পর্যন্ত একমাত্র দৃশ্যমান সংস্কার প্রত্যক্ষ করেছে যা আপনি এই ছবিতে দেখছেন। রক্ত দেওয়ার সময় আমরা এগিয়ে থাকবো, কিন্তু ক্ষমতায় গেলে আমাদের কোথাও খুঁজে পাওয়া যাবে না। পুনরাবৃত্তি!