ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, সীমাহীন সময়ের সমর্থন নয়, যতটুকু সময়ের সমর্থন দরকার, তার মধ্যে নির্বাচন করতে হবে। দেশকে যদি ভালোবাসেন তাহলে আর একদিনও অনির্বাচিত সরকার দেশে রাখার প্রয়োজন নেই। ঘোষিত সময়ে নির্বাচন আয়োজন করুন অন্যথায় জাতির কাছে হাস্যাস্পদ হয়ে যাবেন।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জোরপূর্বক গুমের ঘটনাগুলোর দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়া অগ্রগতির দাবিতে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সরকারের উদ্দেশ্যে জয়নুল আবদিন ফারুক বলেন, ১৮ কোটি মানুষ আপনার সাথে আছে, ঘোষিত সময়ে নির্বাচন আয়োজন করুন অন্যথায় হাস্যস্পদ হয়ে যাবেন জাতির কাছে।
তিনি বলেন, বিএনপিকে হেয় করে যদি নির্বাচন নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়, সেটি প্রতিরোধের ক্ষমতা বিএনপির আছে।
বিএনপির এই নেতা বলেন, দেশে যখন নির্বাচনের প্রস্তুতি চলছে, সেই ভোট যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আসুন সংসদ নির্বাচন করি, বিদেশে গ্রহণযোগ্যতা অর্জন করি, যতটুকু সম্ভব দ্রুত নির্বাচন দিন।