হাঁটু এবং কনুইয়ের কালো দাগ অনেকেরই আছে। আর এই কালো দাগ সহজে যেতেই চায় না। ফলে চাইলেও অনেক সময় ছোট পোশাক পরা যায় না। অস্বস্তিতে পরতে হয়। তাই এবার হাঁটু এবং কনুই দুইয়েরই কালো দাগ দূর করে স্বাচ্ছন্দ্যে পরুন ইচ্ছেমতো পোশাক।
দেখে নিন কনুইয়ের দাগ দূর করার উপায়
. এক টুকরো লেবু নিয়ে কনুইয়ে ভালো করে ঘষুন। তারপর রসটাকে হাতেই শুকোতে দিন। মিনিট দশ পনের রেখে ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলুন। এরপর লাগান ময়েশ্চারাইজার। নিয়মিত এটা ব্যবহার করুন।
. সকালবেলা বাইরে বেরোলেই মুখের সঙ্গে কনুইতেও লাগান সানস্ক্রিন।
. হলুদ, দুধ এবং মধু মিশিয়ে একটা প্যাক বানান। তারপর সেটা কনুইয়ে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। মধু যেমন একদিকে ত্বককে আদ্রতা দেয়, অন্যদিকে হলুদ আর দুধ একত্রে ব্লিচের কাজ করে। ফলে এতে যেমন আপনার কনুইয়ের দাগ দূর হবে, তেমনই ত্বক ভালো থাকবে।
কীভাবে হাঁটুর কালো দাগ দূর করবেন
. পানি এবং খাবার সোডা দুটি মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। সেটিকে হাঁটুতে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। এরপর অল্প পানি দিয়ে হালকা করে ঘষে ধুয়ে ফেলুন।
. রাতে ঘুমানোর আগে হাঁটুর কালো অংশে অলিভ অয়েল লাগিয়ে ঘষুন। সপ্তাহে অন্তত দু-তিনবার এটা করলে উপকার পাবেন।
. দুই চা চামচ মধু এবং দুই টেবিল চামচ ওটস মিশিয়ে একটা মিশ্রণ বানান সেটা হাঁটুতে লাগিয়ে রাখুন ১০-১৫ মিনিট। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।