গ্লোবাল সুপার লিগ: রূপকথা লিখে ফাইনালে রংপুর

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বুধবারের সন্ধ্যায় লেখা হলো রূপকথার। গ্লোবাল সুপার লিগের প্রথম ফাইনালিস্ট হিসেবে নাম লেখাল সোহানদের রংপুর রাইডার্স। শক্তিশালী দুবাই ক্যাপিটালসকে ৮ রানে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করল বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দলটি।

 

দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিলেন নুরুল হাসান সোহান। শেষ ওভারে টানা দুটি ছক্কায় ইনিংসের গতিপথ বদলে দেন তিনি, খেলেন ১৮ বলে ৩৪ রানের মূল্যবান এক ইনিংস। তাঁর সঙ্গে অপরাজিত ৫৪ রানের জুটি গড়া পাকিস্তানি ব্যাটার ইফতিখার আহমেদও রাখেন দারুণ অবদান, ৩২ বলে করেন ৪১ রান।

দলের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৫৮। এই রানই যেন হয়ে ওঠে পাহাড় সমান।

 

লক্ষ্য তাড়ায় নামা দুবাই ক্যাপিটালসের শুরুটা ছিল প্রতিশ্রুতিশীল। আফগান ওপেনার সেদিকউল্লাহ আতাল খেলেন ৩১ বলে ৩৮ রানের ইনিংস। কিন্তু এক প্রান্ত আগলে রাখলেও অন্যদিকে উইকেটের পতন মিছিল থামেনি।

 

ম্যাচ ঘুরিয়ে দেয় সাইফ হাসানের অফ স্পিন। ব্যাট হাতে সুযোগ না পেলেও বল হাতে বাজিমাত করেন তিনি। ৩ ওভারে মাত্র ২০ রানে ৩ উইকেট নিয়ে ভেঙে দেন দুবাইয়ের মাঝের সারির মেরুদণ্ড। তার বলেই স্টাম্পড হয়ে ফেরেন বিপক্ষের সেরা তারকা সাকিব আল হাসান, যিনি ব্যাট হাতে করেছিলেন মাত্র ৩ রান।

 

টুর্নামেন্টের শুরুটা দারুণ হলেও পরপর তিন হারে ছিটকে গেল সাকিবদের দুবাই ক্যাপিটালস। প্রথম ম্যাচে ৫৮ রান ও ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন সাকিব, তবে পরবর্তী তিন ম্যাচে সেই ধারাবাহিকতা রাখতে পারেননি। হোবার্ট ও গায়ানার বিপক্ষে ব্যর্থতার পর রংপুরের বিপক্ষেও ছিলেন অনুজ্জ্বল—৪ ওভারে ১৬ রান দিয়ে ১ উইকেট, ব্যাট হাতে ৭ বলে ৩।

 

এদিকে রুংপুর রাইডার্স যেন দল হিসেবেই উড়ছে। টুর্নামেন্টে টানা তিন ম্যাচ জিতে ফাইনালে পা রাখল তারাই প্রথম। বোলিংয়ে আবারো আলো ছড়ান সৈয়দ খালেদ আহমেদ। আগের দুই ম্যাচে ৪টি করে উইকেট পাওয়া খালেদ এবারও ছিলেন দুর্দান্ত—৩.২ ওভারে মাত্র ১৪ রান দিয়ে নেন ২ উইকেট।

 

শেষ দিকে আফগান স্পিনার কাইস আহমাদ যখন আজমাতউল্লাহ ওমারজাইকে নিয়ে নাটকীয়তা তৈরির চেষ্টা করছিলেন, তখনই মাঠে নামেন খালেদ। ড্রেকসকে ফিরিয়ে রংপুরের জয় নিশ্চিত করেন এই পেসার।

 

ম্যাচ শেষে রংপুর শিবিরে উচ্ছ্বাস, হাসি আর আত্মবিশ্বাস। প্রাথমিক পর্বে এখনও একটি ম্যাচ বাকি থাকলেও সেই ম্যাচের ফলের ওপর আর কিছু নির্ভর করছে না। সোহানদের দল এখন ফাইনালের অপেক্ষায়। যেখানে ট্রফির লড়াইয়ে তারা মুখোমুখি হবে অন্য সেমিফাইনাল জয়ীর।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ডাকসু ও জাকসু নির্বাচন শিক্ষা দিয়েছে রাজনীতিতে দম্ভের পতন অনিবার্য: রুহুল আমিন হাওলাদার

» জাকসুতেও শিবিরের জয়জয়কার

» ম্যানুয়াল পদ্ধতিতে রাকসু ভোট গণনাসহ ১২ দফা দাবি ছাত্রদলসহ ২ প্যানেলের

» জাকসু নির্বাচনে বিজয়ীদের ফল প্রকাশ, ভিপি জিতু ও জিএস মাজহারুল ইসলাম

» দেশে গণতন্ত্র না থাকায় অনেকের মধ্যে অসহিষ্ণুতা জন্ম নিয়েছে : তারেক রহমান

» জনগণ রায় দিলে দেশকে ৫ বছরেই ক্ষুধা ও দারিদ্রমুক্ত করা সম্ভব: জামায়াত আমির

» পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন নয়: চরমোনাই পীর

» ‘সরকার-উপদেষ্টারা মাহফুজদের ব্যবহার করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে’: নাহিদ ইসলাম

» ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে: আলী রীয়াজ

» আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কোনো সন্দেহ নেই: উপদেষ্টা সাখাওয়াত

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গ্লোবাল সুপার লিগ: রূপকথা লিখে ফাইনালে রংপুর

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বুধবারের সন্ধ্যায় লেখা হলো রূপকথার। গ্লোবাল সুপার লিগের প্রথম ফাইনালিস্ট হিসেবে নাম লেখাল সোহানদের রংপুর রাইডার্স। শক্তিশালী দুবাই ক্যাপিটালসকে ৮ রানে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করল বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দলটি।

 

দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিলেন নুরুল হাসান সোহান। শেষ ওভারে টানা দুটি ছক্কায় ইনিংসের গতিপথ বদলে দেন তিনি, খেলেন ১৮ বলে ৩৪ রানের মূল্যবান এক ইনিংস। তাঁর সঙ্গে অপরাজিত ৫৪ রানের জুটি গড়া পাকিস্তানি ব্যাটার ইফতিখার আহমেদও রাখেন দারুণ অবদান, ৩২ বলে করেন ৪১ রান।

দলের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৫৮। এই রানই যেন হয়ে ওঠে পাহাড় সমান।

 

লক্ষ্য তাড়ায় নামা দুবাই ক্যাপিটালসের শুরুটা ছিল প্রতিশ্রুতিশীল। আফগান ওপেনার সেদিকউল্লাহ আতাল খেলেন ৩১ বলে ৩৮ রানের ইনিংস। কিন্তু এক প্রান্ত আগলে রাখলেও অন্যদিকে উইকেটের পতন মিছিল থামেনি।

 

ম্যাচ ঘুরিয়ে দেয় সাইফ হাসানের অফ স্পিন। ব্যাট হাতে সুযোগ না পেলেও বল হাতে বাজিমাত করেন তিনি। ৩ ওভারে মাত্র ২০ রানে ৩ উইকেট নিয়ে ভেঙে দেন দুবাইয়ের মাঝের সারির মেরুদণ্ড। তার বলেই স্টাম্পড হয়ে ফেরেন বিপক্ষের সেরা তারকা সাকিব আল হাসান, যিনি ব্যাট হাতে করেছিলেন মাত্র ৩ রান।

 

টুর্নামেন্টের শুরুটা দারুণ হলেও পরপর তিন হারে ছিটকে গেল সাকিবদের দুবাই ক্যাপিটালস। প্রথম ম্যাচে ৫৮ রান ও ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন সাকিব, তবে পরবর্তী তিন ম্যাচে সেই ধারাবাহিকতা রাখতে পারেননি। হোবার্ট ও গায়ানার বিপক্ষে ব্যর্থতার পর রংপুরের বিপক্ষেও ছিলেন অনুজ্জ্বল—৪ ওভারে ১৬ রান দিয়ে ১ উইকেট, ব্যাট হাতে ৭ বলে ৩।

 

এদিকে রুংপুর রাইডার্স যেন দল হিসেবেই উড়ছে। টুর্নামেন্টে টানা তিন ম্যাচ জিতে ফাইনালে পা রাখল তারাই প্রথম। বোলিংয়ে আবারো আলো ছড়ান সৈয়দ খালেদ আহমেদ। আগের দুই ম্যাচে ৪টি করে উইকেট পাওয়া খালেদ এবারও ছিলেন দুর্দান্ত—৩.২ ওভারে মাত্র ১৪ রান দিয়ে নেন ২ উইকেট।

 

শেষ দিকে আফগান স্পিনার কাইস আহমাদ যখন আজমাতউল্লাহ ওমারজাইকে নিয়ে নাটকীয়তা তৈরির চেষ্টা করছিলেন, তখনই মাঠে নামেন খালেদ। ড্রেকসকে ফিরিয়ে রংপুরের জয় নিশ্চিত করেন এই পেসার।

 

ম্যাচ শেষে রংপুর শিবিরে উচ্ছ্বাস, হাসি আর আত্মবিশ্বাস। প্রাথমিক পর্বে এখনও একটি ম্যাচ বাকি থাকলেও সেই ম্যাচের ফলের ওপর আর কিছু নির্ভর করছে না। সোহানদের দল এখন ফাইনালের অপেক্ষায়। যেখানে ট্রফির লড়াইয়ে তারা মুখোমুখি হবে অন্য সেমিফাইনাল জয়ীর।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com