সিবগাতুর রহমান :
ও দয়াল তুমি শুনতে কি পাও না
ও দয়াল তুমি দেখতে কি পাও না
অসহায় বানভাসি মানুষের কান্না
ও দয়াল তুমি শুনতে কি পাও না
ভাসছে মানুষ ভাসছে মানবতা
বলছি আমি বাংলাদেশের
বানভাসিদের কথা
নারী-পুরুষ আর বৃদ্ধ-শিশু
পালিত শখের গবাদি পশু
ভাসছে দেখো বন্যার জলে
প্রাণে আর সহে না
ও দয়াল তুমি শুনতে কি পাও না
ও দয়াল তুমি দেখতে কি পাও না
অসহায় বানভাসি মানুষের কান্না
ও দয়াল তুমি দেখতে কি পাও না
ক্ষেতের ফসল বাংলা মায়ের আশ
মেঘনা যমুনা সুরমার জলে
করছে সব নাশ
ক্ষুধায় কাঁদছে আমাদেরই ভাই
দু’মুঠো অন্ন কোথা গেলে পাই
মনে আর মানে না
ও দয়াল তুমি শুনতে কি পাও না
ও দয়াল তুমি দেখতে কি পাও না
অসহায় বানভাসি মানুষের কান্না
ও দয়াল তুমি শুনতে কি পাও না
ভাঙছে সড়ক ভাঙছে বেড়িবাঁধ
সর্বনাশা বন্যার জলে
ভাঙছে সকল সাধ
তিল ঠাঁই নাই উঠে দাঁড়াবার
বন্ধ হয়েছে সব পারাপার
চোখে পানি ধরে না
ও দয়াল তুমি শুনতে কি পাও না
ও দয়াল তুমি দেখতে কি পাও না
অসহায় বানভাসি মানুষের কান্না
ও দয়াল তুমি শুনতে কি পাও না
ও দয়াল তুমি দেখতে কি পাও না
সূএ:জাগোনিউজ২৪.কম,