সৈয়দা সনিয়া আখতার অনন্যা:
জীবনের দুর্গম পথ অতিক্রম করতে গেলে
একজন মানুষের বড় বেশি প্রয়োজন-
যে মানুষটি শক্ত হাতে পার করে দিবে তরী
সুখে রাখতে করবে সকল আয়োজন।
জীবন নামের ভব সাগরে আসে যদি দুঃখ
যেই মানুষটি জড়িয়ে রাখবে আদরে-
ইজ্জত সন্মানে নিজের কর্মবলে ন্যস্ত করে
জড়িয়ে রাখবে ভালোবাসার চাদরে।
যার জীবনে এমন মানুষটি নেই-সে কেবল
বুঝে এর মর্মব্যথা অসময়ের ধকলে-
কতটা দুঃখকে আড়াল করে জীবন কাটে
মসৃণ জীবন নষ্ট হয় বেদনার অনলে।
আলোকিত জীবন আঁধারের অতলে ডুবে
নিরাশার ঝড়ে প্রতি নিঃশ্বাস বিষাক্ত-
ভুক্তভুগী বুঝে কেবল কষ্টে কষ্টে অনাসৃষ্টি
হৃদয় পুড়ে তবু করতে পারেনা ব্যক্ত।
কৈশোরীত্ব ঘুন পোকার দখল ভোগে তিক্ত
মৌবনে ভোমরাকৃতি অবলার ভ্রমর-
তবু জীবন চলে শিশিরসিক্ত প্রলয়ে প্রত্যহ
মেনে নিতে হয় জীবন মানেই সমর।।
Facebook Comments Box