আবু মুসা মোহন:- লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার প্রধান বাজার এলাকার সড়কগুলো এখন জনদুর্ভোগের নামান্তর। দীর্ঘদিন ধরে খোঁড়াখুঁড়ি ও সংস্কার কাজ চললেও শেষ হচ্ছে না। ফলে প্রতিদিনই চরম ভোগান্তির শিকার হচ্ছেন ব্যবসায়ী ও পথচারীরা।
বাজারের ভেতরের রাস্তাগুলো গর্তে ভরা, কোথাও কাদা পানি, আবার কোথাও ধুলো উড়ছে। এতে ছোট দুর্ঘটনাও ঘটছে প্রায়ই। স্থানীয় দোকানিরা জানান, রাস্তাঘাটের এমন বেহাল অবস্থায় ক্রেতা আসা কমে গেছে, ব্যবসা ক্ষতির মুখে।
একজন ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তাগুলা এখন চলাচলের অযোগ্য। দিনের পর দিন কাজ ফেলে রাখছে, অথচ কেউ দেখছে না।”
এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ জানায়, উন্নয়ন কাজ চলছে, কিছুদিনের মধ্যে রাস্তাগুলো নতুন করে নির্মাণ করা হবে।