বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বর্ণাঢ্য আয়োজনে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল এস’-এর বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দোয়া ও কেক কাটা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়।
শুক্রবার (৩০ জানুয়ারি ) বিকেলে বড়াইগ্রাম উপজেলা মিলনায়তনে চ্যানেল এস-এর বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি সাহাবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীর।
এ সময় আরও উপস্থিত ছিলেন বড়াল সাময়িকীর প্রকাশক ও সম্পাদক সিনিয়র সাংবাদিক পি.কে.এম আব্দুল বারী, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ, স্মার্ট প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আলমগীর কবির, যুগ্ম-সম্পাদক সাবদুল আলী, এশিয়ান টিভির লালপুর প্রতিনিধি ওমর ফারুক খান, উপজেলা প্রেসক্লাবের প্রকাশনা সম্পাদক বোরহান উদ্দিন বুলবুল, দৈনিক চৌকষ পত্রিকার বড়াইগ্রাম প্রতিনিধি লিটন কুমার , দৈনিক ঢাকা পত্রের প্রকাশক সুমি পারভীন, তরুণ সাংবাদিক মেহেদী হাসান অনিক প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা চ্যানেল এস-এর উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং দেশের গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান। পরে বিশেষ দোয়া ও কেক কাটার মাধ্যমে বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়।








