লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি ॥ আমরা নিরপেক্ষ নই, আমরা সত্যের পক্ষে’ এই স্লোগানে আনুষ্ঠানিকভাবে জামালপুরের নতুন অনলাইন নিউজ পোর্টাল বাংলাটুডে ২৪ ডটকম যাত্রা শুরু। ২৮ জানুয়ারি, বুধবার সন্ধ্যায় জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নিউজ পোর্টালটির শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু। জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ জলিলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাটুডে ২৪ ডটকমের প্রকাশক মেহেদী মাহমুদ খান শুভ্র ও সম্পাদক মো. হাফিজুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ, জামালপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, সাংবাদিক উৎপল কান্তি ধর, সচেতন নাগরিক কমিটি-সনাকের সভাপতি শামীমা খান, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুকুল রানা, হযরত শাহ্ জামাল (রহ.) জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল, ভাষা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আশারাফুজ্জামান স্বাধীন, সুশাসনের জন্য নাগরিক-সুজনের সভাপতি অজয় কুমার পাল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, টিআইবির কো-অর্ডিনেটর আরিফ হোসেন, বাংলারচিঠিডটকমের নির্বাহী সম্পাদক মোস্তফা মনজু, এস এ টিভি ও বাংলাদেশ বেতারের সাংবাদিক ফজলে এলাহী মাকাম, নিউনেশনের সাংবাদিক শাহ্ জামাল প্রমুখ বক্তব্য রাখেন ।
বক্তারা বলেন, সাংবাদিকেরা হচ্ছে সমাজ ও দেশের চোখ। আপনাদের চোখ দিয়ে দৃষ্টিভঙ্গি দিয়েই আমরা সমাজকে দেখি। দেশটাকে দেখি। আমাদের প্রত্যাশা থাকবে বাংলাদেশের মধ্যে জামালপুর জেলায় শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে আছি। আমি বিশ্বাস করি বাংলাটুডে ২৪ ডটকম যে স্লোগান নিয়ে তাদের যাত্রা শুরু করেছে। তারা সবসময় তাতে অটল থাকবে। শিক্ষাখাতের যে দুর্বলতাগুলো রয়েছে, সেটি এই পোর্টালের মাধ্যমে উঠে আসবে। আমাদের দেশের সমস্যাগুলো বার বার প্রকাশ্যে আসুক। এটাই আমার চাওয়া। আর এই জায়গাটিতে সবচেয়ে বড় ভূমিকা রাখে সংবাদপত্র। আমরা বিশ্বাস করি বাংলাটুডে২৪ ডটকম দেশের সমস্যা, সম্ভাবনা, দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধানী সংবাদ প্রকাশ করবে। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিউজ পোর্টালটির নির্বাহী সম্পাদক তানভীর আহমেদ হীরা। পরে আনুষ্ঠানিকভাবে বাংলাটুডে ২৪ ডটকমের শুভ উদ্বোধন করা হয়।








